আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
487 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (4 points)
retagged by
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

উমরাহর নিয়্যাতে ইহরাম বাঁধার পর ভুলবসত আরেকজনের মাথার উঁকুন মারলে কী কাফফারা দিতে হবে?(দুজনেরই ইহরাম বাঁধা)

হারেমের ভেতর মাথার উঁকুন মারা যায়েজ?

জাযাকাল্লাহ খাইর।

1 Answer

+1 vote
by (583,020 points)
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم  

শরীয়তের বিধান হলো  হজ্জের ইহরাম হোক,বা ওমরার ইহরাম হোক,ইহরাম পরিহিত অবস্থায় নিজে দুই একটি উকুন মারলে বা অন্যের দ্বারা নিজের উঁকুন মারালে দুই এক মুষ্টি খাদ্যশস্য সদকাহ করে দিতে হবে।
তিন বা ততোধিক উকুন মারলে বা মারালে একটি ফিতরা পরিমাণ সদকাহ ওয়াজিব হবে। মুহরিম ব্যক্তি অন্যের উকুন মেরে দিলে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না। (মানাসিক পৃ.৩৭৮
তুহফায়ে হারামাইন শারিফাইন ২৯২)
★প্রকাশ থাকে যে এক্ষেত্রে ভুলে উঁকুন মারলেও একই হুকুম।

ولو قال لحلال ٳدفع عني هذا القمل ،ٲو ٲمرہ بقتلھا ،ٲو ٲشار ٳلیھا ٲودفع ٳلیه ثوبه لیقتل ما فیه ، فقتلھا فعلیه الجزأء . (غنية الناسک ۲۹۰)
যার সারমর্ম হলো কেহ যদি হালাল ব্যাক্তিকে উকুন মারার কথা বলে,অথবা ইশারা করে,,,তারপর উক্ত হালাল ব্যাক্তি সেই উকুন মেরে দেয়,তাহলে জাযা ওয়াজিব হবে।   

 ٳذاقتل المحرم قمل غیرہ لا شیء عليه . (غنیۃ الناسک۲۹۰)
যদি মুহরিম ব্যক্তি অন্যের উকুন মেরে দেয়, তাহলে কোনো কিছুই ওয়াজিব হবেনা।
,
من قتل جرادۃ فی الإحرام أو الحرم تصدق بما شاء و تمرۃ خیر من جرادةولو قتل المحرم قملة من بدنه أو ثوبه تصدق بما شاء کجرادة (الدر المختار) مثل کف من طعام (ھدایة) و القملتان والثلاث کالواحدةو فی الزائد علی الثلاث بالغا ما بلغ نصف صاع . (غنیۃ الناسک ص۲۹۰)
যার সারমর্ম হলো যদি কাপড় বা শরীর থেকে একটি,২টি বা ৩  উকুন মারে,তাহলে এক মুষ্টি খাবার ছদকাহ করে দিতে হবে।
আর যদি ৩ ততোধিক উকুন মারে,তাহলে ছদকায়ে ফিতর সমপরিমাণ ছদকাহ করা ওয়াজিব হবে।   
۔
,
★★ইহরাম পরিধান করা ছাড়া অন্য সময়ে হারাম শরীফের ফিতর উঁকুন মারা জায়েয আছে।
এতে কোনো সমস্যা নেই। 

হারাম শরীফের ভিতর কষ্টদায়ক প্রানী এবং পোকা মাকড় মারা জায়েয আছে। 
(উমদাতুল ফিকাহ  ১৫৩০,১৫৮১)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...