বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ
তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই। ( সূরা রা'দ-১১)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি চেষ্টা করেন নাই, ভালোমতে পড়েন নাই, যদ্দরুণ আল্লাহ আপনাকে পাশ করার তাওফিক দেন নাই।যেকারণে আপনি ফেইল করেছেন।
(২)
তাহাজ্জুদের সময় দু'আ কবুল হয় বেশী।আপনি যা চাইবেন, আল্লাহ তা'আলার মানশা হলে অবশ্যই আল্লাহ তা'আলা কবুল করবেন।
(৩)
তাওবাহ অতিতের সকল প্রকার গোনাহকে মাফ করে দেয়, সুতরাং তাওবাহ করে নিলে আপনার অতিতের সকল প্রকার গোনাহ মাফ হয়ে যাবে।
(৪)
যেহেতু রান্না আপনার মা করেছেন, আল্লাহর হুকুমে আপনার মার রান্না সুস্বাদু হয়েছে, তাই আপনার মায়ের প্রশংসা করলে শিরক হবে না।
(৫)
আল্লাহর কাছে দু'আ করার সাথে সাথে কাজেও নামতে হবে। সুতরাং আপনার বর্ণিত বিষয় শিরক হবে না।
(৬)
ঈমানের চেয়ে বন্ধুরা ফিরে আসাকে বেশী প্রশান্তির কারণ মনে করা কখনো উচিৎ হবে না।তবে এটা শিরকও হবে না।
(৭)
‘‘সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জেনে থাক’’ (সূরা নাহল-৪৩)
সুতরাং যেহেতু মানুষদেরকে জিজ্ঞাসা করার কথা আল্লাহই বলে দিয়েছেন, তাই শিরক হবে না।