আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
193 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (18 points)
edited by
১)পরীক্ষায় ফেল করার পর আমি কি মনে করবো??
আমি পড়াশোনা করি নি তাই ফেল করছি,??নাকি আল্লাহ ফেল করে দিছেন?পরীক্ষায় ফেল করার পর আমি কি মনে করবো??
আমি পড়াশোনা করি নি তাই ফেল করছি,??নাকি আল্লাহ ফেল করে দিছেন?

২)রাতের কোন সময় যা চাওয়া হয়,আল্লাহ তাই দেন??.

বাংলাদেশের সময় মতে সেই সময় কয়টা বাজবে??

৩)ধরুন আমি পরাশুনা ছেড়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শিরক করেছি।

কিন্তু কিভাবে করেছি মনে নাই।

এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে শিরক করেছি অতীত কালে।

এখন যদি আমি কালেমা শাহাদাত পরে,আল্লাহর রুবুবিয়্যাত,উলুহিয়্যাত,উসমা ও সিফাতের উপর ইমান এনে সারাজীবন এর সব শিরক এর জন্য তাওবা করি, তবে কি পরাশুনা চালায় যাইতে পারব???

৪)আম্মু খাবার রান্না করলো। এখন আমি সেই খাবার খেয়ে আম্মুর খুব প্রশংসা করলাম। সএতে কি শিরক হবে??

 কেননা রিজিক আল্লাহ দিছেন।

৫)ধরুন আল্লাহর কাছে আমি কোন কিছু দুয়া করি। তারপর সাথে সাথেই আমি ঐ কাজটা করার চেষ্টা করতে থাকি।
অথবা উসিলা খুজি।
শুধু আল্লাহর কাছে দুয়া করে থাকতে পারি না।

এতে কি শিরক হবে???

৬)ধরুন কোনো মুসলমানের ছেলে মুরতাদ হয়ে গেল

তখন তার সব বন্ধু তাকে ত্যাগ করল।

এরপর ওই ছেলে একসময় ঈমান আনল

কিন্তু ঈমান এনেই সে শান্ত ছিল না।

সে তাও মনে প্রশান্তি পাচ্ছিল ছিল না।সবসময় অস্থির থাকত।সবসময় মন খারাপ লাগছিল।
সে চাচ্ছিল যে তার বন্ধুরা আবার ফিরে আসুক।

কিছুদিন পর তার বন্ধুরা আবার তার সাথে মিলামিশা আরম্ভ করল।

এবার সে অনেক প্রশান্তি পেল।

এই যে এই লোক ইমান আনার চেয়ে বেশি প্রশান্তি পাইল বন্ধুরা ফিরে আসায়,এতে কি শিরক হবে??

এই লোক এর করনিয় কি??

সে কি ওই বন্ধুদের সাথে সম্পর্ক রাখতে পারবে??


৭)ধরুন আমি কোন বিপদে পড়লেই বা কখনো মাসালা জানার দরকার হলে আমি সাথে সাথে আল্লাহকে না বলে আলেমদের কাছে জিজ্ঞেস করি।
এই জে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সরাসরি আলেমদের কে জিজ্ঞাসা করা হচ্ছে এতে কি শিরক হবে???

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আল্লাহ তা'আলা বলেন,
لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ

তাঁর পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী নেই। ( সূরা রা'দ-১১)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি চেষ্টা করেন নাই, ভালোমতে পড়েন নাই, যদ্দরুণ আল্লাহ আপনাকে পাশ করার তাওফিক দেন নাই।যেকারণে আপনি ফেইল করেছেন।

(২)
তাহাজ্জুদের সময় দু'আ কবুল হয় বেশী।আপনি যা চাইবেন, আল্লাহ তা'আলার মানশা হলে অবশ্যই আল্লাহ তা'আলা কবুল করবেন।

(৩)
তাওবাহ অতিতের সকল প্রকার গোনাহকে মাফ করে দেয়, সুতরাং তাওবাহ করে নিলে আপনার অতিতের সকল প্রকার গোনাহ মাফ হয়ে যাবে।

(৪)
যেহেতু রান্না আপনার মা করেছেন, আল্লাহর হুকুমে আপনার মার রান্না সুস্বাদু হয়েছে, তাই আপনার মায়ের প্রশংসা করলে শিরক হবে না।

(৫)
আল্লাহর কাছে দু'আ করার সাথে সাথে কাজেও নামতে হবে। সুতরাং আপনার বর্ণিত বিষয় শিরক হবে না।

(৬)
ঈমানের চেয়ে বন্ধুরা ফিরে আসাকে বেশী প্রশান্তির কারণ মনে করা কখনো উচিৎ হবে না।তবে এটা শিরকও হবে না।

(৭)
‘‘সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জেনে থাক’’ (সূরা নাহল-৪৩)

সুতরাং যেহেতু মানুষদেরকে জিজ্ঞাসা করার কথা আল্লাহই বলে দিয়েছেন, তাই শিরক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
reshown
পরাশুনা কি চালায় যাওয়া যাবে??

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...