আসসালামুআ'লাইকুম।
এক মুসলিম বোন, একটা সরকারি প্রতিষ্ঠানে জব করতো। তখন সে হারাম- হালাল নিয়ে এতো চিন্তা করতো না। চাকুরি তে না যেয়ে ও বেতন নিত। বোন এখন, সেই বেতন ফিরত দিতে চাচ্ছে। কিন্তু আগে যে সরকারি প্রতিষ্ঠানে জব করতো, সেখানে যেয়ে টাকা ফিরত দিলে, উল্টা ঝামেলা হতে পারে।। এখন প্রশ্ন
১। এখন তিনি টাকা টা কোথায় ফিরত দিবেন?
২। সেই বোনের মায়ের কাছে, তার টাকার একটা অংশ আছে। তার মা যদি, সেই টাকা না দিতে চায়, তাহলে কি করনীয়।
৩। যারা বান্দার হক নষ্ট করেছে, তাদের যদি আর্থিক সামর্থ্য না থাকে সেটা ফিরত দেওয়ার, বা সেই বান্দার কাছেও ক্ষমা চাওয়ার হিম্মাত না থাকে, তাহলে কি আর কোন উপায় আছে?
জাযাকাল্লাহ খাইরান