বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
কোনো ব্যাক্তি যদি শেষ বৈঠকে সেজদায়ে সাহু আদায় করেছে কিনা,এই ব্যাপারে সন্দেহে পরে যায়,তাহলে সে প্রবল ধারনার ভিত্তিতে আমল করবে।
যদি কোনোদিকেই প্রবল ধারনা না হয়,সেক্ষেত্রে পুনরায় সেজদায়ে সাহু আদায় করে নামাজ শেষ করবে।
في الدر المختار مع رد المحتار:
اليقين لا يزول بالشك.
(قبيل باب صلاةالمريض،ج2،ص:95،مط: سعيد)
সারমর্মঃ
নিশ্চিত বিষয় সন্দেহের দ্বারা দূর হয়না।
وفيه ايضا:
يجب السجود فى جميع صور الشك سواء عمل بالتحري او بني على الاقل.
(قبيل باب صلاةالمريض،ج2،ص:95،مط: سعيد)
সারমর্মঃ
সেজদায়ে সাহু সন্দেহের সমস্ত ছুরতে ওয়াজিব হবে,চাই তাহাররি করে আমল করুক,বা কম সংখ্যাকে ধরে নিয়ে আমল করুক।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে প্রবল ধারনার ভিত্তিতে আমল করবেন।
যদি কোনোদিকেই প্রবল ধারনা না হয়,সেক্ষেত্রে পুনরায় সেজদায়ে সাহু আদায় করে নামাজ শেষ করবেন।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু সেই নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে,তাই উক্ত নামাজ আর আদায় করতে হবেনা।
সেটি আদায় হয়েছে বলে ধরা হবে।
(০২)
হ্যাঁ, একদিনে অনেকদিনের নামাজের কাজা আদায় করা যাবে।
জরূরী হলো দ্রুত সেই নামাজ গুলি তুলে ফেলা।
সুতরাং আপনার পদ্ধতি।
(০৩)
নামাজ ফাসিদ মানে নামাজ নষ্ট হয়ে যাওয়া।
সুতরাং উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে।
,
(০৪)
উক্ত ফরজ আদায় হয়নি।
পুনরায় ফরজ আদায় করে নিতে হবে।
,
এমন পরিস্থিতিতে শুধু ফরজ আদায় করে নিবেন।
সূর্য উদিত হওয়ার পর সুন্নাতের কাজা আদায় করবেন।
হাদীস শরীফে এসেছে
وفى جامع الترمذى- عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم من لم يصل ركعتي الفجرفليصلهمابعد ما تطلع الشمس (جامع الترمذى-أبواب الصلاةعن رسول الله صلى الله عليه وسلم، باب ماجاءفي إعادتهمابعدطلوع الشمس،رقم-423)
অনুবাদ-হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেন-যে ফজরের দুই রাকআত সুন্নত (সময়মতো) পড়ল না সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। ( জামে তিরমিজী-১/৯৬)
আরো জানুনঃ