বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নাবালক অবস্থায় পিতার হারাম মাল দ্বারা লালিত পালিত হওয়ার ধরুণ সন্তান কোনো দায়ভাড় গ্রহণ করবে না।তবে বালিগ হওয়ার পর উপার্জন সক্ষম ছেলের পিতার হারাম মাল থেকে ভরণপোষণ গ্রহণ করা জায়েয হবে না।পর্দা সম্মত কেনো কর্মক্ষেত্র না পাওয়ার দরুণ মেয়েরা সাবালক হওয়ার পরও পিতার মাল থেকে ভরণপোষণ গ্রহণ করতে পারবে।
2488
নাবালক সন্তানের লালন পালনের দায়িত্ব তার ওলী বা অভিভাবকের। ঠিক তেমনিভাবে সাবালক মেয়েদের লালন-পালনের দায়িত্বও তার অভিভাবকের। সুতরাং এমতাবস্থায় অভিভাবক তথা পিতা/ভাই ইত্যাদি হারাম মাল থেকে তাদেরকে ভক্ষণ করালে এর গোনাহ অভিভাবকের হবে।
আর বালেগ ছেলে সন্তানের ভরণপোষণ যেহেতু তাদের প্রত্যেকের নিজের উপর।তাই তারা তাদের অভিভাবকের হারাম মাল থেকে ভক্ষণ করতে পারবে না।