জবাবঃ-
(১)
IOM বিশাল একটি পরিবার।এই বিশাল পরিবারকে নিয়ন্ত্রণের জন্য রয়েছে পৃথক পৃথক বিভাগ।আমাদের এই বিভাগটা হলো ফাতাওয়া সম্পর্কীয়। বিভিন্ন বিষয়ের বিধি-বিধান নিয়ে আমরা পর্যালোচনা করে থাকি।সুতরাং অন্যকোনো বিষয় জানতে IOMএর অফিসিয়াল নাম্বার বা ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।
(২)
অফিসিয়াল নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।
(৩)
যথাসম্ভব সরাসরি দেখা সাক্ষাৎ করাই উচিৎ।বিশেষ প্রয়োজন তথা যেখানে সরাসরি দেখা করানো প্রায় অসম্ভব,সেখানে একটা ছবি নিরাপদ মাধ্যমে প্রেরণ করা যেতে পারে।এটা নিষেধ হবে না বলে মনে হচ্ছে।আল্লাহ মা'লুম।
যদি কেউ কোনো মহিলাকে বিয়ে করার পূর্ণ ইচ্ছা করে নেয়,তাহলে ঐ মহিলাকে দেখতে পারবে।কথা বলতে পারবে।
হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি থেকে বর্ণিত,
(إِذَا خَطَبَ أَحَدُكُمْ الْمَرْأَةَ ، فَإِنْ اسْتَطَاعَ أَنْ يَنْظُرَ إِلَى مَا يَدْعُوهُ إِلَى نِكَاحِهَا ، فَلْيَفْعَلْ)
যদি কেউ কোনো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে চায়,তাহলে সে যেন যযথাসম্ভব ঐ মহিলাকে দেখে নেয়।(সুনানু আবি দাউদ-২০৮২)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة، قال: كنت عند النبي صلى الله عليه وسلم، فأتاه رجل فأخبره أنه تزوج امرأة من الأنصار، فقال له رسول الله صلى الله عليه وسلم: «أنظرت إليها؟»، قال: لا، قال: «فاذهب فانظر إليها، فإن في أعين الأنصارشيئا»
তিনি বলেন,আমি রাসূলুল্লাহ সাঃ এর পাশে বসা ছিলাম।একব্যক্তি এসে বলল, আমি আনসারি এক মহিলাকে বিয়ে করতে চাই।রাসূলুল্লাহ বললেন,তুমি কি পাত্রী দেখেছো?তিনি বললেন,না।রাসূলুল্লাহ সাঃ বললেন,যাও গিয়ে পাত্রী দেখে আসো।কেননা আনসারীদের চোখে নীল বা এ জাতীয় কিছু থাকে।
(সহীহ মুসলিম-১৪২৪)
" يَجُوزُ تَكْرَارُ النَّظَرِ إِنِ احْتَاجَ إِلَيْهِ لِيَتَبَيَّنَ هيئتها ، فَلاَ يَنْدَمُ بَعْدَ النِّكَاحِ ، إِذْ لاَ يَحْصُل الْغَرَضُ غَالِبًا بِأَوَّل نَظْرَةٍ ".
বারংবার দৃষ্টি দেয়া জায়েয।যাতেকরে পাত্রীর পূর্ণ অবয়ব পরিস্কার ভাবে ফুটে উঠে।এবং যাতেকরে বিয়ে পরবর্তী লজ্জিত হতে না হয়।কেননা একবারের দৃষ্টি অধিকাংশ সময়ে যথেষ্ট নাও হতে পারে।(আল-মাওসুআতুল ফেকহিয়্যাহ-২২/১৭)
2898