শরীয়তের বিধান হলো স্বপ্নদোষের ক্ষেত্রে বীর্যপাত না হলে গোসল ফরয হয় না। এক্ষেত্রে বীর্যপাত হলে গোসল ফরজ হবে ।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ أَبِي الْجَحَّافِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّمَا الْمَاءُ مِنَ الْمَاءِ فِي الاِحْتِلاَمِ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, “বীর্যপাত হলেই গোসল ওয়াজিব” এই হুকুম ইহতিলামের (স্বপ্লদোষের) ক্ষেত্রে প্রযোজ্য।
(তিরমিজি ১১২)
أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ السَّائِبِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُعَادٍ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَاءُ مِنَ الْمَاءِ "
আবদুল জব্বার ইবনু আ’লা (রহঃ) আবূ আইয়্যুব (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ পানির ব্যবহার পানির কারণেই অপরিহার্য হয়। (অর্থাৎ বীর্যপাত হলেই গোসল করতে হয়।)*
সহিহ, ইবনু মাজাহ হাঃ ৬০৭, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৮১, ৬৮৮,নাসায়ী ১৯৯।
★হাদীসটির হুকুম স্বপ্নদোষের জন্য। সহবাসের বেলায় প্রযোজ্য নয়। এ সম্পর্কে অন্য হাদীসে বর্ণিত হয়েছে যে, স্বামী- স্ত্রী উভয়ের লজ্জাস্থান পরস্পর মিলিত হলেই গোসল ওয়াজিব হয়।
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু আপনি আপনার পোশাকে কোন আলামত পাননি,লিঙ্গেও বীর্যের কোন আলামত দেখেননি,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে গোসল ফরজ হবেনা।
(উল্লেখ্য যে বীর্য বের হওয়ার সন্দেহ হলে আপনার জন্য উচিত হবে এক্ষেত্রে গন্ধ চেক করে নেওয়া।
বীর্যের গন্ধ পাওয়া গেলে গোসল করবেন।
পোশাক পরিবর্তন করবেন।)