আমার মনে সন্দেহ দূর করার জন্য আমার বাবা-মা উপস্থিতি এ আমার বর্তমান স্বামীকে আবার বিবাহ করতে চাই।
কারন ইসলাম বলে মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বাতিল। আমার বিয়েতে তো আমার বাবার মত ছিলো না। পরে যদিও মেনে নিয়েছে। এখন ওই মেনে নেওয়াতে কি আমার বিবাহ গ্রহনযোগ্য হয়েছে। নাকি আমাকে বাবা কে সাক্ষী রেখে আবার বিয়ে করবো?
আসলে আমার বিয়ে নিয়ে আমার মনে অনেক সন্দেহ তৈরি হয়েছে।