আমি দুঃখিত। এই বিষয়ে আবার প্রশ্ন করতে হলো- হতে পারে এটা শেষ প্রশ্ন- উক্ত ফাতওয়া ২ নং প্রশ্নের উত্তরে বলা হয়েছিলো- কারো গুনাহের আশংকা থাকলে পাসওয়ার্ড না দিতে। এক্ষেত্রে অভিভাবকসহ সবাইকে নিয়ে বসলে গুনাহের আশংকা থাকলেও পাসওয়ার্ড দিতেই হবে। তাহলে কি তাদেরকে পাসওয়ার্ড দিয়ে বলে দিবো যে, কেহ্ গুনাহ্ করলে এর দায়ভার আমার নয়? এতে হবে কি?
২) আরেকজনের প্রশ্নঃ
আমাদের বাসায় আমি ওয়াইফাই আনি, এরপরে আমরা ৪ জনে যৌথভাবে ওয়াইফাই ব্যবহার করি। চারজনে যথাক্রমে ৩০০, ৩০০, ১০০, ১০০ টাকা দিয়ে মোট ৮০০ টাকা বিল পরিশোধ করি। এখন এই ৪জনের যে কেউ যদি ওয়াইফাই ব্যবহার করে হারাম কোনো কাজে লিপ্ত থাকে তবে আমারও কি গুনাহ হবে?