আসসালামু আলাইকুম
১. প্রসাবের ছিটা শরীরে/প্যান্টে লাগে না, তারপরেও যদি লেগে যায়, তাহলে ঐ কাপড় ১ বার ধৌত করলে পাক হয়ে যাবে? নাকি ৩ বার ধৌত করতে হবে। অর্থাৎ যেভাবে বীর্য লেগে গেলে ধৌত করি।
২. হাদিসে আছে যে, গোলাম তার মালিককে না বলে চলে গেলে সেই গোলামের ইবাদত আল্লাহ কবুল করেন না। তো আমরা যারা চাকরি করি আমরা যদি আমদের অধিনস্তদেরকে বা রিজাইন না দিয়ে চকরী ছেড়ে চলে যায়। তাহলে কি আমরা উক্ত গোলামের মত হয়ে যাবো?