আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহুইসলামি শারিয়াহ (সুন্নাহ) পদ্ধতিতে হায়েয থেকে কিভাবে পবিত্র হওয়া উচিত? অনেকে বলে থাকেন- ১. এইসময়ে পরিধানকৃত সব পোশাক ভালো করে ধৌত করতে হবে,(পবিত্র হওয়ার দিন সব ব্যবহৃত গুলো একত্রে)
২.বিছানার চাদর, বালিশের কাবার সহ ধৌত করা,
৩. নক কাটা,অবাঞ্ছিত লোম কাটা, মাথা শ্যাম্পু করে ফরজ গোসল করা,ইত্যাদি। জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, বিস্তারিত জানালে উপকৃত হবো।
কানে অথবা নাকে ছিদ্র করার পরে, কানের দুল এবং নাকের ফুল না পরলে কোনো গুনাহ হবে কি??
জাযাকাল্লাহু খাইরান।