১/নাপাক জিনিস স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলে কি পাক হবে?
২/ কোনো আসবাবপত্রে যদি অনেকদিন আগে যদি নাপাকি লাগে,,,, যদি শরীয়াহসম্মতভাবে পবিত্র করা হয়নি,,শুধু পরিষ্কার করা হয়েছে,,,,,এমনভাবে পরিষ্কার করা হয়েছে যে তাতে নাপাকি লেগে আছে এমন কোন আলামত নেই,কোন গন্ধ নেই,,,ভেজা টিস্যু বা ভেজা কাপড় দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করা হয়েছে!!!এখন কি সেটি পবিত্র?
৩/// শরীয়াহ-তে নাপাক জিনিস পবিত্র করার যে পদ্ধতি আছে,,,,,তা বাদে অন্য পদ্ধতি দিয়ে যদি নাপাক জিনিস পরিষ্কার করা হয় তাহলে কি সে বস্তু নাপাক?যদিও এমনভাবে পরিষ্কার করা হয় যে তাতে নাপাকির বিন্দুমাত্র আলামত নেই!!!
৪/কাজের মানুষ দিয়ে কাপড় ধোয়ালে সে কিভাবে ধুয়েছে তা জানা না থাকলে এবং কাপড় পবিত্র হয়েছে কিনা সন্দেহ থাকলে করণীয় কি?যদি অন্য কোন নাপাক কাপড়ের সাথে ধোয়া হয় তবে করণীয় কি?
৫// যদি এক নাপাক কাপর্ একবার ধোয়া হয় এবং দ্বিতীয়বার আরও অনেক কাপড়ের সাথে ধোয়া হয় তবে কি অন্য কাপড়গুলোও নাপাক হবে?
৬//শরীরের কোন জায়গায় পেশাব বা অন্য নাপাকি লাগলে টিস্যু দিয়ে মুছলে কি পবিত্রতা অর্জিত হবে?
৭///যদি পেশাব করার পর টিস্যু দিয়ে মুছে পবিত্রতা অর্জন করা হয় এবং যে জায়গা মুছা হয়েছে তাতে পানি লাগলে কি নাপাক হবে?
৮/// অনেক জিনিসকে নাপাক মনে হয় কিন্তু সেগুলো নাপাক হওয়ার কোন প্রমাণ নেই!!! এক্ষেত্রে করণীয় কি?