স্ত্রী যদি তালাকে তাফবীজ এর অধিকারী হয় সেক্ষেত্রে নিম্নের কথাগুলা বললে কি কোন সমস্যা হবে-
১. ১তালাক হয়ে গিয়েছে
২. ভবিষ্যতের কথা চিন্তা করে যদি বলে, আমি ওই মেয়ের সাথে বললে ছাডাছাডি হয়ে যাবে
৩. যদি হয় ১ বার হবে( ঠিক এভাবে ছিল কথাটা)
৪. হলে একবার হবে(ঠিক এভাবে ছিল কথাটা)
উপরের কথাগুলো আলাদা আলাদা সময়ে বলা, কথাগুলা স্ত্রী নিজে নিজে বললে কোন সমস্যা হবে?