হাদীস শরীফ থেকে নাপাকি থেকে সর্বোচ্চ সতর্ক থাকার গুরুত্ব বুঝা যায়।
হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا: فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنَ البَوْلِ – قَالَ وَكِيعٌ: مِنْ بَوْلِهِ – وَأَمَّا الْآخَرُ: فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ “.
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাঃ দু’টি কবরের পাশ দিয়ে অতিক্রম হচ্ছিলেন। বললেন, এ দু’টি কবরে আযাব হচ্ছে। কোন বড় কারণে আজাব হচ্ছে না। একজনের কবরে আজাব হচ্ছে সে পেশাব থেকে ভাল করে ইস্তিঞ্জা করতো না। আরেকজন চোগোলখুরী করতো। {মুসনাদে আহমাদ, হাদীস নং-১৯৮০, বুখারী, হাদীস নং-১৩৬১}
বিখ্যাত তাবেয়ী ইমাম যুহরী রহ.কে জনৈক ব্যক্তির (গোসলের হুকুম) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল। উত্তরে তিনি বলেছিলেন, এতে ক্ষতির কিছু নেই। (মুসান্নাফ আবদুর রাযযাক ১/৯২)
(০১)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যে পিচ্ছিল অনুভব করেছেন,সেক্ষেত্রে প্যান্টেও যদি তাহা স্পর্শ করে,তাহলে প্যান্টে বাহ্যিক নাপাকি দেখা না গেলে প্যান্ট নাপাক হবে না।
তা পরে নামায পড়া যাবে।
(০২)
প্যান্টে বাহ্যিক নাপাকি দেখা না গেলে প্যান্ট যেহেতু নাপাক হবে না,তাই আপনি যেখানে বসবেন,সেই স্থানও নাপাক হবেনা।
,
(০৩)
শুধু এই কারনে কোনো সমস্যা নেই।
মূল কথা হলো প্যান্টে বাহ্যিক নাপাকি দেখা যাওয়া।
,
(০৪)
এতে কোনো সমস্যা হবেনা।