আসসালাম অলাইকুম। আমি একটা বিষয় জানতে চাই ব্যাপারটা এভাবে বলা ঠিক হবে না তবু ও জানার জন্য বলতে হচ্ছে। আমার ফ্রেন্ড ঈশিতা (ছদ্নবেশী নাম ব্যবহার করছি।) সে তার এক ছেলে ফ্রেন্ডকে নিয়ে একটা কাজের জন্য বের হয়েছিল। কাজ সেরে আসতে আসতে ওদের সন্ধ্যা হয়ে যায়। আসার সময় তাদের মাঝে সামথিং রোম্যান্স হয়। আমার ফ্রেন্ড ছেলেটাকে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু ছেলেটা রাজি নয়। ছেলেটার বক্তব্য তওবা করে নিলেই হবে। আমার ফ্রেন্ড আল্লাহর কাছে মাঝেমাঝে ছেলেটাকে চাই সে জানে ছেলেটা তাকে বিয়ে করবে না তবু ও সে চাইছে ওর চাওয়াটা কতটা যুক্তিসঙ্গত ?
আর ওদের দুজনের বিয়ে করে নেওয়া দরকার নাকি তারা তওবা করে নিলেই হবে ?