بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/12601/
নং ফাতওয়াতে
উল্লেখ করা হয়েছে যে, মুসলিম
দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।প্রয়োজনে এ জন্য
শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না
হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত
শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।
১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে
হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার
দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা
যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। (ফাতাওয়া
উসমানী ১/১৬০-১৭১;)
বিস্তারিত জানতে
ভিজিট করুন- https://www.ifatwa.info/434
বর্তমানে ফেসবুক,ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি
আপলোড দেয়া হয়, যেহেতু
এগুলোর অধিকাংশই অপ্রয়োজনীয়,তাই ঢালাওভাবে এগুলোর অনুমোদন দেয়া যায় না। একান্ত প্রয়োজনে
ব্যবহার করা শরয়ী দৃষ্টিতে আপত্তিকর নয়। দ্বীনি প্রয়োজনে বর্তমান বিশ্বের গবেষক
উলামারা এটাকে হারাম ছবির অন্তর্ভূক্ত মনে করেন না তাদের ফাতাওয়া অনুযায়ী আমল করার
অবকাশ রয়েছে। সর্বাবস্থায় একেবারে হালাল মনে করে প্রয়োজন অপ্রয়োজনে এসব ছবির ছড়াছড়ি
শরয়ী দৃষ্টিতে গ্রহনযোগ্য নয়। অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান রেখে সে অনুযায়ী আমল
করা দরকার।
আরো জানুনঃ https://ifatwa.info/8438/
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেহেতু দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে শিক্ষাগ্রহণের
নিয়ত রাখেন,তাই আপনি
পরীক্ষার হলে মুখ খোলা রাখতে পারবেন। তবে নিছক চাকুরীর উদ্দেশ্যে শিক্ষা গ্রহণের নিয়ত
থাকলে আপনি মুখ খুলতে পারবেন না। হ্যা যদি আপনার আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকে
এবং আপনি ছাড়া আপনার মাতাপিতার ভরণপোষণের অন্য কেউ না থাকে,তাহলে আপনি চাকুরীর নিয়তে শিক্ষাগ্রহণ
করতে পারবেন এবং মুখ খুলতেও পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/11336
ভর্তি, ইউনিক আইডি, হাজিরা খাতা, প্রফ পরীক্ষা, এমবিবিএস পাস করা ইত্যাদি ক্ষেত্রে যদি
ছবি জমা দিতেই হয়, তাহলে আপনার
জন্য ছবি জমা দেয়া জায়েয রয়েছে। কেউ দেখে ফেললে গোনাহ তারই হবে, যদি সে বিনা প্রয়োজনে উক্ত ছবির দিকে তাকায়।