বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ ؕ﴿۲﴾
কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন।
(সুরা আল কাউসার ০২)
এ আয়াতে পূর্ববর্তী আয়াতে প্রদত্ত কাউসারের কারণে কৃতজ্ঞতাস্বরূপ দুটি কাজ করতে বলা হয়েছে। এক, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায়, দুই, তাঁরই উদ্দেশ্যে কুরবানী করা ও যাবাই করা। [আদওয়াউল বায়ান]
لَنۡ یَّنَالَ اللّٰہَ لُحُوۡمُہَا وَ لَا دِمَآؤُہَا وَ لٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ ؕ کَذٰلِکَ سَخَّرَہَا لَکُمۡ لِتُکَبِّرُوا اللّٰہَ عَلٰی مَا ہَدٰىکُمۡ ؕ وَ بَشِّرِ الۡمُحۡسِنِیۡنَ ﴿۳۷﴾
আল্লাহর কাছে পৌছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌছায় তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদেরকে হেদায়াত করেছেন; কাজেই আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে।
(সুরা হজ্জ ৩৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরবানী তো একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে।
যাহা উপরোক্ত আয়াত গুলি স্পষ্ট প্রমান বহন করে।
আল্লাহর জন্য কুরবানী করো,এটি বলা যাবে।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্য বলা যাবে।
এখানে আসলে "আল্লাহর জন্য কুরবানী করো" উদ্দেশ্য।