আসসালামু আলাইকুম
১. পরিবারকে না জানিয়ে ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে করেছিলাম।। সাক্ষী যারা ছিলো তারা সবাই ধর্মে মুসলিম হলেও ঠিকমত ৫ ওয়াক্ত সালাত আদায় করতো না।। এখনো তারা সালাত আদায় করে না ঠিকমত।। প্রশ্ন হচ্ছে,যেহুতু সাক্ষীরা সালাত আদায় করত না সেক্ষেত্রে আমার বিয়েটি কি শুদ্ধ হয়েছে??
২. ইজাব-কবুলের সময় কোনো দেনমোহর নির্ধারণ করা হয়নি,,দেনমোহর নির্ধারন ছাড়া কি বিয়েটি শুদ্ধ হয়েছে??
৩. পরবর্তীতে সে বলেছিলো দেনমোহর হিসেবেে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।।আলহামদুলিল্লাহ আদায় করি সালাত।। প্রশ্ন হচ্ছে, এটি কি দেনমোহর হিসেবে গন্য হবে? জাজাকাল্লাহ খাইরান