বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
ﺍﻟﻜﺘﺎﺏ : ﺗﻠﺨﻴﺺ ﺍﻟﺤﺒﻴﺮ ﻓﻲ ﺗﺨﺮﻳﺞ ﺃﺣﺎﺩﻳﺚ ﺍﻟﺮﺍﻓﻌﻲ ﺍﻟﻜﺒﻴﺮ- 1249
"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ওয়াফাই বা পেপার নিয়ে আসার সময়ে যদি এরকম আলোচনা বা চুক্তি থাকে যে,যারা সেবাকে গ্রহণ করবে,তারাই বিল দিবে।অন্যদেরকে দিতে হবে না।তাহলে আপনাকে বিল দিতে হবে না।কেননা কোনো হক্ব বা অধিকার ব্যতীত কারো মাল আত্মস্বাৎ করা কখনো জায়েয হবে না।সুতরাং যখন আপনি রুমে থাকছেন না বা সেবা গ্রহণ করছেন না,তখন আপনার জন্য উক্ত বিল দেয়া জরুরী নয়।তাই না দেয়ার অধিকার আপনার রয়েছে।এক্ষেত্রে আপনি গোনাহগার হবেন না।
কিন্তু যদি এরকম চুক্তি থাকে যে, কেউ থাকুক বা নাই থাকুক,সবাইকে বিল দিতে হবে।বা এরকম কোনো আলোচনা না আসে,বরং সবাই মিলে মাসিক টাকা বন্টন করে নিয়ে আসা হয়,তাহলে আপনাকে বিল দিতে হবে।কেননা ওয়াইফাই বা পেপার বিল ঠিকই আসবে।আপনি আপনার জরুরতের কারণে সেবা নিতে পারেন নি।সেটা আপানার অক্ষমতা।কেউ তো আপনাকে সেবা নিতে বারণ করেনি।
সুতরাং আপনাকে বিল দিতেই হবে।