ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অবৈধভাবে পেপাল একাউন্ট খুলা অবশ্যই নাজায়েয ও হারাম। তবে অবৈধভাবে পেপাল একাউন্ট খুললেও সেই একাউন্ট ব্যবহার করে কোনো কিছু ক্ররিদ করা নাজায়েয হবে না। কেননা এখানে তো কারো টাকা আপনি তার সন্তুষ্টি ব্যতিত গ্রহণ করছেন না।মূলত হারাম হল,কারো টাকা তার অন্তরের সন্তুষ্টি ব্যতিত গ্রহণ করা।
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।বিদায় এসব পরিত্যাজ্য।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)
(২)
এবং কোনো হালাল প্রডাক্টস বিক্রি করে পেপাল একাউন্টের মাধ্যমে পেমেন্ট গ্রহণও হারাম হবে না।
(৩)
কাফফারা আসবে না।বরং ভবিষ্যতে অবৈধভাবে ব্যবহার না করার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে।