আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
522 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (18 points)
আসসালামুয়ালাইকুম, আমরা জানি যে, পুকুরে থাকা অবস্থায় মাছ বিক্রি বৈধ নয়। এর থেকে বাঁচার জন্য এক ব্যক্তি এই পন্থা অবলম্বন করেছে যে, এক মাস বা দুই মাসের জন্য পুকুর জেলেদের কাছে ভাড়া দিয়ে দেয়। এই শর্তে যে, জেলেরা এই পুকুর থেকে মাছ, পানি সহ সকল ধরণের সুবিধা ভােগ করতে পারবে। এই সূরত বৈধ হবে কিনা? কোরআন হাদীস ও ফিকহে হানাফীর রেফারেন্স সহ উত্তর কামনা করছি। |
by
আসলে এই বিষয়ের সঠিক রেফারেন্স নেই, নিতান্তই ভিন্ন প্রসঙ্গের হাদিস এখানে উল্লেখ করা হয়েছে!

1 Answer

0 votes
by (616,950 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ «نَهَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ بَيْعِ الْحَصَاةِ وَعَنْ بَيْعِ الْغَرَرِ» . رَوَاهُ مُسْلِمٌ
রাসূলুল্লাহ সাঃ পাথর নিক্ষেপ করে ক্রয় বিক্রয় এবং ধোঁকা জাতীয় ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন।
(মিশকাত-২৮৫৪)

মুল্লা আলী ক্বারী রাহ বলেন,
(وَعَنْ بَيْعِ الْغَرَرِ) بِفَتْحِ الْعَيْنِ الْمُعْجَمَةِ وَالرَّاءِ الْأُولَى أَيْ مَا لَا يُعْلَمُ عَاقِبَتُهُ مِنَ الْخَطَرِ الَّذِي لَا يُدْرى أَيَكُونُ أَمْ لَا كَبَيْعِ الْآبِقِ وَالطَّيْرِ فِي الْهَوَاءِ وَالسَّمَكِ فِي الْمَاءِ وَالْغَائِبِ الْمَجْهُولِ،


উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পুকুর কেউ এমনিতেই ভাড়া নিবেনা, বরং এখানে মূল উদ্দেশ্য হল, মাছ।মাছের জন্যই একজন ভাড়া দিচ্ছে এবং অন্যজন ভাড়া নিচ্ছে।সুতরাং মূল উদ্দেশ্যর অনুপাতেই হুকুম বাস্তবায়িত হবে। তাই বলা যায় যে, উক্ত ক্রয়-বিক্রয় জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (616,950 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...