আচ্ছালামু আলাইকুম।
প্রশ্ন ১ - শুকরানার সিজদায় কী দুআ করা যাবে? যদি করা যায় তাহলে কী বাংলায় দুআ করতে পারবো?
প্রশ্ন ২ - সুদের সাক্ষীদের উপরও আল্লাহ অভিসম্পাত করেছেন। এ সাক্ষীর বিষয়টা আসলে কেমন? যদি নিকট আত্মীয় সুদের সাথে জড়িত থাকে, আর সেটা যদি আমি জানি, তাহলে কী আমি সাক্ষী গন্য হবো?
প্রশ্ন ৩ - ব্যাংক থেকে লোন নিলে, লোনের টাকাগুলো কী হালাল হবে? হালাল না হলে, যদি নিকট আত্মীয় নিয়ে থাকে, আর তার বাসায় আসা-যাওয়া থাকে, তাহলে করণীয় কী? (সেখানে না থাকা বা না খাওয়াটা সম্ভব নয়, যেহেতু নিকট আত্মীয়)