وعليكم السلام ورحمة الله وبركاته
বিসমিল্লাহির রহমানির রহিম
(০১)
উক্ত ছেলে পাখির যেই মল স্পর্শ করেছে,তাহা যদি শুকনো হয়ে থাকে,তাহলে তো আপনার ঘড়ি নাপাক হয়নি।
,
আর যদি সে ভেজা মল স্পর্শ করে থাকে,তাহলে তার হাত নাপাক হয়ে যাবে।
এখন কথা হলো ঘড়ি স্পর্শ করার সময় তার হাতে লেগে থাকা পাখির মল শুকিয়ে গিয়েছিলো?
নাকি ভেজাই ছিলো?
,
যদি শুকিয়ে গিয়ে থাকে,তাহলে আপনার ঘরি নাপাক হবেনা।
আর যদি তার হাতে ভেজা মল ছিলো,তাহলে আপনার ঘড়ি নাপাক হয়ে যাবে।
এক্ষেত্রে আপনি একটি কাপড় ভিজে নিয়ে পুরো ঘড়ি তিন বার মুছবেন।
এক্ষেত্রে প্রত্যেকবার কাপড়টি নতুন ভাবে ভিজিয়ে নিবেন।
উঁচু নিচু স্থান যথাসম্ভব মুছবেন।
আর যতটুকু সম্ভব হবেনা,সেটি মুছতে হবেনা।
(২.৩)
শরীয়তের বিধান হলো কোনো নাপাকি বিহীন পুরুষাঙ্গ শুকনো অবস্থায় ,অন্ডকোষ, পায়খানা বের হওয়ার রাস্তা শুকনো অবস্থায়, সরাসরি শুকনো হাত দিয়ে স্পর্শ করলে হাত নাপাক হয়না।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْنَا عَلَى نَبِيِّ اللهِ صلي الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ يَا نَبِيَّ اللهِ مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ فَقَالَ " هَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْهُ " . أَوْ قَالَ - " بَضْعَةٌ مِنْهُ "
ক্বায়িস ইবনু তালক থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলাম। তখন সম্ভাব্য এক বেদুইন ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসূল! কোন ব্যক্তি অযু করার পর নিজ পুরুষাঙ্গ স্পর্শ করলে তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তো তার শরীরের গোশতের একটি টুকরা বা অংশ মাত্র।
(তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ যৌনাঙ্গ স্পর্শ করলে উযু করতে হবে না হাঃ ৮০),আবু দাউদ ১৮২. নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ লজ্জাস্থান স্পর্শ করলে উযু না করা, হাঃ ১৬৫), এবং নাসায়ী ‘সুনানুল কুবরা’ (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ১৬০)
বিস্তারিত জানুনঃ