আসসালামু আলাইকুম,
নামাজে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় মনে সন্দেহ হলো সিজদা একটা দিয়েছি,তাশাহুদ পড়া শেষ করে আরেকটা সিজদা দেই এবং তখনই ডান দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিয়ে আবার তাশাহুদ,দরুদ,দোয়া দিয়ে নামাজ শেষ করি।
আমার নামাজ কি আদায় হয়েছে ওস্তাদ?
উল্লেখ্য, সিজদার সং্খ্যা নিয়ে সন্দেহ আমার প্রায় সময়ই হয়।