বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
ইসলামে বিবাহ পূর্ব প্রেম স্পষ্ট হারাম।
হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظْرُ وَالْاُذُنَانِ زِنَاهُمَا الْاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُمَا الْككَلَامُ وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهُمَا الخُطَا وَالْقَلْبُ يَهْوِىْ وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَالِكَ الْفَرْجُ اَوْ يُكَذِّبُه
“দুই চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হল পরনারীর কণ্ঠস্বর শোনা, যবানের ব্যভিচার হল অশোভন উক্তি, হাতের ব্যভিচার হল পরনারী স্পর্শ করা, পায়ের ব্যভিচার হল গুনাহর কাজের দিকে পা বাড়ান, অন্তরের ব্যভিচার হল কামনা-বাসনা আর গুপ্তাঙ্গ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে।” (মেশকাত ১/৩২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বিবাহ পূর্ব প্রেম হারাম,তবে তাহা শিরক নয়।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে শিরক হবেনা।
তবে তাহা মারাত্মক হারাম কাজ।
কিছু ইসলামী স্কলারদের মতে ইহা শিরকের নিকটতম।
বিস্তারিত জানুনঃ
(০২)
এতে শিরক হবেনা।
,
(০৩)
তাকে ব্লক করা আবশ্যকীয় নয়।
তবে এহেন কথা বলায় আপনার গুনাহ হয়েছে,তওবা করার দ্বারা আল্লাহ তায়ালা মাফ করবেন।
,
(০৪)
ঐ হালাল কাজটি আপনার জন্য হারাম হবেনা।
তবে সতর্কতা মূলক সেই কাজের নিকটে যাবেননা।
,
আল্লাহ তায়ালা বলেন,
ولا تقربوا الزني إنه كان فاحشة وساء سبيلا
‘আর ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ।’ (সূরা: বনী ইসরাইল, আয়াত: ৩২)
(৫.৬)
না শিরক নয়।
তবে দ্রুত শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে।
(০৭)
হ্যাঁ উক্ত মাসয়ালাটির উপর সে আমল করতে পারবে।
তবে যদি সে কোনো ভাবে জানতে পারে যে উক্ত মাসয়ালা ভূল,তাহলে আমল করতে পারবেনা।
,
(০৮)
এতে শিরকের কাছাকাছি গুনাহ হবে।
তার জন্য উচিত হলো অন্য চাকুরী দ্রুত খুজে সেই হালাল চাকরিতে জয়েন করা।
আপাতত এই চাকুরী বহাল রেখে হালাল চাকরি সে খুজতে পারে
তবে পরবর্তীতে ধীরে ধীরে হারাম টাকার সমপরিমাণ টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে।
,
(০৯)
এটি শিরক নয়।
(১০)
এতে শিরক বা কুফর হবেনা।
,
(১১)
এই মনোভাব শিরক নয়।
,
(১২)
সে এটি খাবে।
যদি খেতে না পারে,তাহলে আপাতত আকীদা রাখবে যে এটি হালাল।
,
(১৩)
না,এতে শিরক হবেনা।
(১৪)
না,এতে শিরক হবেনা।
এতে কোনো সমস্যা হবেনা।
,
(১৫)
সে কালেমা শাহাদত পড়ে আল্লাহর কাছে এর জন্য মাফ চাইলে এবং যদি প্রতিজ্ঞা করে যে আর কোনদিন এভাবে কাউকে সেজদা দেবেনা তাহলেই চলবে।
পড়াশোনা বাদ দিতে হবেনা।
(১৬)
না,এতে শিরক হবেনা।
মাসয়ালা জানার প্রতি আপনার এই আগ্রহ অনেক ভালো।
আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দিবেন,ইনশাআল্লাহ।
(১৭)
হ্যাঁ আপনি সেই ফোল্ডারকে সম্মান করতে পারবেন।
এর জন্য অযু বা আলাদা কিছুর প্রয়োজনীয়তা নেই।
এটি শিরক নয়।