ওয়া আলাইকুম আসসালাম।
জবাবঃ-
ক্বেরাত ব্যতীত অন্যান্য তাসবিহাত মুক্তাদিকেও বলতে হবে।ফরয হলে বলা ফরয।ওয়াজিব হলে বলা ওয়াজিব।আর সুন্নত হলে বলা সুন্নত।
সুতরাং
(১)মুক্তাদির জন্য তাকবীরে তাহরিমা বলা ফরয।এতটুকু জোরে যে সে নিজে শুনতে পারবে।
(২)জ্বী, পড়তে হবে।
(৩)সামি আল্লাহ বলা লাগবে না।তবে রাব্বানা লাকাল হামদ বলতে হবে।
(৪)তাকবীরে ইনতেকালাত বলা সুন্নত।
(৫)সালাম বলা ওয়াজিব।