আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,আমার ছোট বেলায় বাবা মারা যায়,একটা ছোট বোন আছে আমার,পড়াশোনা করছে।আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন,লেখাপড়া শিখিয়েছেন,ইন্জিনিয়ারিং পাশ করিয়েছেন।আমার পরিবার খুব বেশি স্বচ্ছল নয় আমি চাকুরী করলে আমার মায়ের জন্য সুবিধা হবে,সংসারের জন্য সুবিধা হবে।কিন্তু হুজুর আমার চাকুরী করতে ইচ্ছে করে না,বাইরে যেতে ইচ্ছে করে না,টেক্সটাইল সেক্টর খুব ভয়ংকর অবস্হা, পর্দার সাথে চাকুরী করা খুব কঠিন।চাকুরী করতে গেলে আমাকে ঢাকায় যেতে হবে,একা একা নন-মাহরাম ছাড়া থাকতে হবে,একা একটা বাসা নিয়ে থাকা,একটা মেয়ের জন্য খুব কঠিন এবং কষ্টকর।আমি আমার মায়ের সাথে খুব একটা ফ্রী না,এসব কথা তাকে বলতে পারি না,শেয়ার করতে পারি না।আমার মা কান্না কাটি করে সারাদিন,আমাকে চাকুরী করার কথা বলে সারাদিন।পড়াশোনা শেষ করে বর্তমানে আমি বাসায় স্টুডেন্টদের পড়ায়,তারা আমার বাসায় এসে পড়ে যায়,তবুও আমার মায়ের এসব পছন্দ হচ্ছে না,মা চায় আমি চাকুরী করি।আমার মায়ের পছন্দ না আমি বাসায় বসে কিছু করি।আমি তাকে বলেছিলাম আমি অনলাইনে একটা ব্যবসা করবো যেন বাইরে যেতে না হয় তবুও মায়ের আপত্তি।মায়ের একটাই কথা আমাকে চাকুরীই করতে হবে।আমাকে অনেক টাকা খরচ করে পড়াশোনা শিখিয়েছেন চাকুরী করার জন্য।বর্তমানে এই ফেতনার সময়ে মেয়েদের জন্য কী কী হালাল চাকুরী রয়েছে?মাদ্রাসাগুলোতে জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের চায় না চাকুরীর জন্য।এই মতাবস্হায় আমার কী করণীয় জনাব আমাকে একটু সাজেশন দিন দয়া করে।আমার মায়ের কথা ভাবলে আমার খুব কষ্ট হয়।তার জন্য আমি কিছু করতে পারছি না।আমার এতোগুলো কথা মনোযোগ এবং ধৈর্য্য সহকারে পড়ার জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবে ইং শা আল্লাহ এবং আপনাকে জান্নাতের এক সাম্রাজ্যের মালিক বানিয়ে দেবেন ইং শা আল্লাহ,আপনার জন্য মন থেকে দোআ থাকবে সব সময়। আমার জন্য ও দুআ করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করেন।আল্লাহ যেন আমাকে সবর দান করেন।ভুল ত্রুটি করে ফেললে আমাকে ক্ষমা করবেন।