আসসালামু আলাইকুম মুহতারাম,
আমার এলাকা বেরেলবীদের ঘাঁটি, আমার বাসার পাশের মসজিদে বেরেলবী ইমাম!
তো, আমি চেষ্টা করি বাসা থেকে দূরের মসজিদে গিয়ে জামাত পড়ার!
যেহেতু আমি স্থায়ী বাসিন্দা উক্ত এলাকার, ইমাম সাবও আমার পরিচিত!
তাই আমি মসজিদে না গেলে তারা সন্দেহ করে ওহাবী হয়ে গেলাম কিনা (তাদের মতে)। ইমাম সাব বাসায় বললে আব্বু ঝামেলা করে! বংশের মানুষও খারাপ চোখে দেখে!
তাই আমি মাঝে মাঝে তাদের মসজিদে গেলে ইমামের সাথে উঠ-বস করি, রুকু সিজদা করি নামাজের নিয়্যাত না করে! তাদের দেখাই যে আমি তাদের ইমামের পিছনে নামায পড়ি, তার মানে আমি ওহাবী হইনি (তাদের মতে),
তারপর একা একা নামাজ পড়ে ফেলি!
এতে কি আমার গুনাহ হবে?
*তিনি বিশ্বাস করেন, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাজির নাজির, নবীজী আল্লাহর নূরের তৈরী, তিনি মিলাদ মাহফিলে উপস্থিত হয়, নবীজী গায়েব জানেন! আল্লাহ অলিদের অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন, তার তারা অলির মূর্দাও জিন্দা করতে পারে আল্লাহর ইচ্ছায়!
ওহাবীদের পিছনে সালাত হবে না, তাদেরকে নবীজীর দুশমন মনে করে!