ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/539 নং ফাতাওয়ায় বলেছি যে,
নকল করা, জালিয়াতি করা ইত্যাদি নাজায়েয ও হারাম।চায় তা ক্রয়-বিক্রয়ে হোক বা পরীক্ষায় হোক সর্বাবস্থায় ই নাজায়েয।
যেমন হাদীসে বর্ণিত রয়েছে,
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
পেটব্যথা পাত্রীপক্ষ কে জানাবেন কি না? সেটা নির্ভর করবে এই পেটব্যথা মারাত্বক কোনো রোগ কি না?
যদি মারাত্বক কোনো রোগ না হয়, তাহলে তাদের না জানালেও কোনো সমস্যা হবে না, ধোকা হবে না। আপনি প্রথমে পেটব্যথা হবার কারণ জানতে ডাক্তারের শরণাপন্ন হন।ভালো চিকাৎসা সেবা গ্রহণ করুন।
(২)
স্থানীয় ভালো কোনো মুদাব্বির তথা আলেম/মসজিদের ইমামের শরণাপন্ন হন।
(৩) স্বপ্নদোষ থেকে পরিত্রাণের জন্য দ্রুত বিয়ে করে নেন।