১/ স্পর্শের মাধ্যমে যে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয়,এরকম কোনো দলিল কুরআন বা হাদিসে রয়েছে? নাকি শুধুমাত্র ফিকহ,মাসয়ালার গ্রন্থেই রয়েছে?
২/ আপনারা স্পর্শে হুরমত হওয়া নিয়ে যেসকল দলিল দিয়েছেন সেগুলো কোনো আলেমের রচিত। এখন আমি যদি ধরে নেই যে মানুষ মাত্রই ভুল,তাই স্পর্শের মাসয়ালা টি যদি আমি অস্বীকার করি অর্থাৎ যদি অবিস্বাস করি যে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে হুরমত হবেনা,,তাহলে কি আমি কাফির হয়ে যাবো?
৩/ আপনারা স্পর্শে হুরমত হওয়া নিয়ে যতগুলো দলিল পেশ করেছেন সবগুলোই মাসয়ালা গ্রন্থের,,এমন কি হতে পারেনা যে এটি কুরআন-হাদিসের বাইরে মাসয়ালা গ্রন্থের বলে এটি বিদআত?
সুস্পষ্ট উত্তর পেলে উপকৃত হবো।