জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার।
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।
২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।
তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়।
৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়।
,
হাদীস শরীফে এসেছে
خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.
আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।
আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
স্বপ্নে দাঁত পড়ে যাওয়া দেখার ব্যাখ্যা সংক্রান্ত ইসলামী স্কলারদের মাঝে অনেক রকমের মত রয়েছে।
★কেহ কেহ বলেছেন যে,
স্বপ্নে দাঁত জমিনে পড়লে এর ব্যাখ্যা হলো তার পিতা মাতা অথবা সন্তানাদী অসুস্থ, তাদের চিকিৎসা করাতে হবে।
আর দাঁত ব্যাগ বা হাতে পড়লে সেটির ব্যাখ্যা হলো তার তার পিতা মাতা অথবা সন্তানাদী সুস্থ।
★কেহ কেহ বলেছেন যে,
স্বপ্নে দাঁত পড়ে যাওয়ার ব্যাখ্যা হলো সে তার করজ আদায় করছে অথবা এই বিষয়ের দিকে ইশারা যে তার অন্যের সাথে ঝগড়াঝাটি হবে।
আপনি বেশি বেশি এই দোয়া পাঠ করবেন।
اَللّٰہُمَّ عَافِنِیْ عَنْ کُلِّ بَلِیَّةٍ وَعَافِنِیْ مِنْ جَمِیْعِ الأعْدَاءِ وَالْحَاسِدِیْن ۔
★কিছু উলামায়ে কেরামগন বলেছেন যে,স্বপ্নে দাঁত পড়ে যাওয়ার ব্যাখ্যা হলো তার বয়স বৃদ্ধি পাবে,সন্তানাদি বেশি হবে।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি উল্লেখিত দোয়া পাঠ করবেন,কোনো সমস্যা হবেনা,ইনশাআল্লাহ।