আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
2,591 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আমাদের বাসায় প্রায়ই চুরি হয়। এমন হয় যে কিছু গহনা একসাথে ছিলো তার মধ্যে কেবল দু-একটি পাওয়া যাচ্ছে না। মানে একসাথে থাকা টাকা বা গহনার সবটা চুরি হয় না। সার্বক্ষণিক ঘরে অবস্থানের পরও দেখা গেছে বেডরুমের আলমারির তালা ভেঙ্গে চুরি হয়ে যায়। এ নিয়ে বাসার সবাই খুবই ডিপ্রেসড। কি আমল করলে বাসায় আর চুরি হবে না? এমন কোনো আমল আছে কি যার মাধ্যমে চোরের সম্পর্কে জানা যায়?

1 Answer

0 votes
by (565,890 points)
উত্তর 
بسم الله الرحمن الرحيم

যে ঘর থেকে চুরি হয়েছে সে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সুরা তারিক পড়তে পারেন। হয়তো উক্ত চোর ফিরে আসবে।

উক্ত হারানো বস্তুর জন্য আখেরাতে আরো উত্তম বস্তু আল্লাহ তাআলা যেন দান করেন এ দুআ করতে পারেন। তাছাড়া উক্ত বস্তুর মাঝে যদি খায়ের থাকে, তাহলে তা যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন সে দুআও করতে পারেন। বেশি বেশি দরূদ শরীফ পড়ুন। ইনশাআল্লাহ উক্ত বস্তুতে আপনার জন্য মঙ্গল থাকলে হয়তো তা ফেরত আসতেও পারে। বাকি এত হতাশ হবার কিছু নেই। মুমিন দুনিয়ার বস্তুর জন্য এত হতাশ হয় না। সে আখেরাতের বিষয় হারিয়ে ফেললেই কেবল হতাশ হতে পারে

মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে তার গোনাহ ক্ষমা করান। বা তার মর্যাদাকে বুলন্দ করে দেন।

হাদীস শরীফে এসেছে  
عَنْ مُحَمَّدِ بْنِ خَالِدٍ – قَالَ أَبُو دَاوُدَ: قَالَ إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ السَّلَمِيُّ – عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ – وَكَانَتْ لَهُ صُحْبَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الْعَبْدَ إِذَا سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ مَنْزِلَةٌ، لَمْ يَبْلُغْهَا بِعَمَلِهِ ابْتَلَاهُ اللَّهُ فِي جَسَدِهِ، أَوْ فِي مَالِهِ، أَوْ فِي وَلَدِهِ» قَالَ أَبُو دَاوُدَ: زَادَ ابْنُ نُفَيْلٍ: «ثُمَّ صَبَّرَهُ عَلَى ذَلِكَ – ثُمَّ اتَّفَقَا – حَتَّى يُبْلِغَهُ الْمَنْزِلَةَ الَّتِي سَبَقَتْ لَهُ مِنَ اللَّهِ تَعَالَى»
হযরত মুহাম্মদ বিন খালেদ সুলামী তার পিতার সূত্রে তার দাদা হতে বর্ণনা করেন, তার দাদা বলেছেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন বান্দার জন্য যখন আল্লাহর তরফ থেকে কোন মর্যাদা নির্ধারিত হয়, যা তার পক্ষে কোন আমল দ্বারা লাভ করা সম্ভব নয়, আল্লাহ পাক তখন তাকে তার শারীরিক বা সন্তান-সন্ততিগত কোন বিপদে লিপ্ত করেন। তারপর তাকে ধৈর্যধারণের শক্তি প্রদান করেন, যেন সে তার জন্য আল্লাহর তরফ হতে নির্ধারিত ঐ মর্যাদা লাভ করতে পারে। {আবু দাউদ, হাদীস নং-৩০৯০}


হারানো জিনিস খুজে পেতে বুযুর্গানে দ্বীন কিছু আমলের কথা বলেছেন।

★হারানো জিনিস ফিরে পেতে রয়েছে কুরআনি আমল। মানুষ যখন তাঁর কোনো জিনিস হারিয়ে ফেলে তখন কুরআনি আমল করলে হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাওয়া যায়। হারানো সম্পদ ফিরে পাওয়ার কুরআনি আমল তুলে ধরা হলো-উচ্চারণ : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ’ন। (সুরা বাক্বারা : আয়াত ১৫৬)

আমলটির ফজিলত কোনো জিনিস হারিয়ে গেলে যে ব্যক্তি সহিহ নিয়তে কুরআন কারিমের এ আয়াতখানি তিলাওয়াত করতে করতে হারানো জিনিস অনুসন্ধান করে, নিশ্চয় সে হারানো জিনিস পেয়ে যায়। অথবা এ আমলের ফলে আল্লাহ তাআলা হারানো জিনিসের চেয়েও উত্তম বস্তু দান করেন।

 কোনো জিনিস হারিয়ে গেলে অথবা অপহরণ করা হলে এ আয়াতখানি ২৯ বার এবং সুরা দোহা ৭ বার পাঠ করতে হয়। তবে এ আমলদ্বয়ের প্রথমে এবং শেষে অবশ্যই ১১ বার দরূদ পাঠ করতে হবে। এ আমল করলেও হারানো বস্তু ফিরে পাওয়া যায়।
,

আশরাফ আলী থানবী রহঃ এর সংকলিত “আমালে কুরআনী” নামক কিতাবে হারানো বা চুরি যাওয়া বস্তুর কিছু তদবীর আছে। উক্ত বইটি সংগ্রহ করে সেসব আমল করে দেখতে পারেন।
,

আপনি আমল অব্যাহত ভাবে চালিয়ে যাবেন,এবং সাথে সাথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলবেন।
কোন দিক দিয়ে চোর এসে চোর চুরি করে নিয়ে যাচ্ছে,সেইদিকে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করুন।
,
সর্বদায় বাসা তালা মেরে রাখুন,চুরি করে ঘরের ভিতর আসার যাবতীয় রাস্তা বন্ধ করুন।

প্রয়োজনে আইনের সহায়তা নিন।         


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হযরত আমার প্রশ্ন হচ্ছে সোনা হারালে মানুষের জিবনে অবসাধ, সামাজিক ভাবে অবজ্ঞা, ব্যাবসায়িকভাবে ক্ষতি নেমে আসে।এ কথা গুলো ইসলাম কি সমর্থন করে ? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...