আস্সালামুআলাইকুম,
মুফতি সাহেব হুজুর। আমার প্রশ্ন বিবরণ সহ লিখছি।
স্ত্রীর কোনো এক কাজে মনে অনেক কষ্ট পেয়ে তাকে জানাই, "বাচ্চাদের কারণে আমি তালাকের সিদ্ধান্ত নিচ্ছি না, কিন্তু তোমার জন্য আজকে থেকে আমার কোনো আন্তরিকতা নাই, আন্তরিকতা থেকে তালাক।"
ধর্মীয় কিতাবে কোনো এক সাহাবীর জিহাদের এক ঘটনায় পেয়েছিলাম, তিনি নিজের নফ্সকে সম্বোধন করে এই ধরনের বলছিলেন, "কিসের ধোকায় তুই আজ জিহাদের ময়দানে সঙ্গীদের পিছে ? দুুুুনিয়ার মোহাব্বতে ? তাহলে দুুুুনিয়াকে তিন তালাক।" এই রকম আরো অনেক জায়গায় তালাক শব্দের এমন রূপক অর্থে প্রয়োগ দেখেছিলাম। এতে 'তালাক' শব্দ "বিবাহ-বিচ্ছেদ" ছাড়াও "পরিহার করা, ত্যাগ করা, বাদ দেয়া, মোহো ভেঙ্গে ফেলা, ছিন্ন করা ইত্যাদি" অন্য অনেক অর্থে ব্যবহার হতে পারে এমন ধারণা আমার মনে জায়গা পায়।
তাই আমি স্ত্রীর ক্ষেত্রেও "আন্তরিকতা পরিহার করছি" না বলে রূপক অর্থে "আন্তরিকতা থেকে তালাক" বলি।
তাছাড়া, আন্তরিকতার ক্ষেত্রে স্বামীর কোনো বাধ্য-বাধকতা নেই বলে আমি জানতাম।
এই ঘটনার এক বছরেরও বেশি সময় পরে আবার স্ত্রীর কাছ থেকে মনে অনেক কষ্ট পেয়ে আবার একই কথা বলি। তবে এইবারের ভাষা ছিল, "মনে মনে তো অনেক আগেই ডিভোর্স দিয়েছি, বাচ্চাদের জন্য আসল ডিভোর্স দিতে পারছি না অথবা দিচ্ছি না।" মনের ভিতর কষ্ট কতটুকু পাচ্ছি সেই মাত্রা বুঝাতে গিয়ে কথাগুলো কয়েকবার বলতে থাকি।
এই ঘটনায় 'মনে মনে ডিভোর্স' বলে "মনের ভালবাসা ত্যাগ" করা বা আন্তরিকতা ত্যাগ করা" এবং 'আসল ডিভোর্স' বলে "বিবাহ-বিচ্ছেদ" বুঝাতে চেয়েছিলাম।
বর্তমানে অনলাইনে তালাক বিষয়ে কিছু লেখা পড়ে সন্দেহ হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে "তালাক বা ডিভোর্স" শব্দের অর্থ "বিবাহ-বিচ্ছেদ" ছাড়া অন্য কোনো অর্থ আদৌ গ্রহণ করা যায় কী-না !
রাগের মাথায় স্ত্রীকে তালাক দিলে তালাক হয়ে যায়, এমনকি একসাথে তিন তালাক দিলে তিন তালাকও হয়ে যায়, তা জানতাম। তাই সবসময় তালাক যেন দিয়ে না বসি বা তালাকের সিদ্ধান্ত যেন নিয়ে না ফেলি সেই বিষয়ে সতর্ক ছিলাম। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে "তালাক" বা "ডিভোর্স" শব্দের অর্থ "বিবাহ-বিচ্ছেদ" ছাড়া অন্য কোনো অর্থ হয় না এমনটা জানা ছিল না। জানলে অবশ্যই তা পরিহার করে মনের ভাষা প্রকাশ করতাম, কারন উপরে বর্ণিত উভয় ঘটনাতেই আমার স্ত্রীর সাথে বিবাহ-বিচ্ছেদের কোনো সিদ্ধান্ত বা সেইরকম খেয়াল ছিল না, যা উভয় ঘটনার সময়ই আমার স্ত্রীকে আমি স্পষ্ট জানিয়েছি।
দয়া করে উপরের বর্ণনা বিবেচনা করে শরঈ সমাধান জানাবেন।