বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আরবীতে শুধুমাত্র لَ) লা)শব্দের অর্থ অবশ্যই।অর্থাৎ কোনো বিষয়ে হ্যা বাচকের তাগিদের ক্ষেত্রে উক্ত لَ(লা) শব্দ কে ব্যবহার করা হয়।
এবং لاَ শব্দকে 'না' বুঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
সুতরাং لااله الاالله
"লা- ইলা-হা ইল্লাল্লা-হ অর্থ হচ্ছে,
আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোন ইলাহ নেই।
অন্যদিকে لَإله الا الله অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতিত অবশ্যই আরেকজন খোদা রয়েছে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উপরোক্ত ব্যখ্যা সম্পর্কে জ্ঞাত কোনো ব্যক্তির জন্য লাকে কমপক্ষে আলিফ না টেনে পড়া কখনো জায়েয হবে না। তবে যদি কেউ ভূলে পড়ে নেয়, তাহলে কোনো সমস্যা হবে না। কেননা তার অন্তরে তো এক আল্লাহ অবশ্যই রয়েছে।হ্যা উক্ত ব্যক্তির জন্য যথাসম্ভব দ্রুত সহীহ শুদ্ধভাবে শিখে নেওয়া ফরয। ইচ্ছাকৃত শিখতে দেড়ি করলে বা না শিখলে অবশ্যই গোনাহ হবে।