আসসালামু 'আলাইকুম
(বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত , তাই এখানে দ্বীনের দাঈ যারা উত্তর প্রদান করে থাকেন , প্লিজ আল্লাহর অনুমতিতে আমাকে সহযোগিতা করবেন!!)
আমরা যে ফ্লাটে থাকি , সেটা ঔ বিল্ডিং এর দোতলার এবং মেইন রাস্তা সংশগ্ন ফ্ল্যাট । আশে পাশের হোটেল এর চালা থেকে খুব সহজেই একটা বা দুইটা বিড়াল বারান্দার পথ ধরে আমাদের বাসার ভিতর ঢুকে যায় সচরাচর । তো আমি আমার জানা অনুযায়ী বিড়াল যেহেতু পবিত্র প্রাণী আর একে কষ্ট দেয়ার কারণে জাহান্নামি হওয়ার ঘটনা হাদিসে দেখেছিলাম (যদি আমার জানা ভুল‌ না হয়) , সেসব বিবেচনা করে আমি কখনো বিড়ালের উপর কোনোপ্রকার আঘাত করিনি , শুধু ঘরে মল/মূত্র ত্যাগের মাধ্যমে নাপাক করে দিতে পারে বলে আর আমার যেহেতু পশু-প্রাণীর উপর সখ্যতা নয় বরং ভয় কাজ‌ করে এজন্য , বিড়াল ঘরৈ ঢুকে গেলে ওদের পেছনে দৌড়িয়ে তাদের বাইরের দিকে নিয়ে যাই যাতে ওরা ঘর ময়লা করতে না‌ পারে ।
এবার মূল প্রশ্নে আসি :- ২০২১ সালে একদা এক রাত্রে আমি ইশার সালাতরত অবস্থায় ছিলাম । আমি ঐ ঘরে সালাতরত অবস্থায় ছিলাম , যেখানের বারান্দা দিয়ে সচরাচর বিড়াল ঢুকে পরে । আমার মা আমার পাশের খাটে , শুয়ে ছিলেন । তো বিড়াল এরকম ঢুকে ময়লার বালতি ফেলে দেয় , হয়তো এই কারণেই যাতে আর না আসে মা উঠে ঝাড়ু নিয়ে হয়তো কয়েকটা বারি দিয়েছিলেন বিড়ালের উপর । আমি সালাম ফেরাচ্ছিলাম , ততক্ষণে টের পেয়ে আমি মাকে নিষেধ করছিলাম যাতে না মারে কখনো আর মেরেছে কেন এটাও জিজ্ঞাসাবাদ করি
আজকে আবার সেই ঘটনা বাবা ঘটিয়েছেন
আমি শুয়ে ছিলাম বিছানায় , তো আমার খাটের পাশের সোফায় একটা বিড়াল উঠে পরে , আমি কিছুটা ভয়ে আর ময়লা‌ করে দেবে এই ভেবে তাকে ধাওয়া করি (অবশ্যই আঘাত করার উদ্দেশ্যে নয়) যাতে বাইরে চলে যায় । কিন্তু, ঐ বারান্দা সংলগ্ন রুমটার খাটের নিচে বিড়ালটা ঢুকে পরে , আর বের হতে চাচ্ছিলো না (বলে রাখি , ওখানে মা-বাবা ঘুমান) বাবা আমার শব্দ পেয়ে ওঠেন আর বিড়ালকে বের করার জন্য একটা ঝাড়ু দিয়ে আমারই চোখের সামনে আঘাত করেন , আমি যা দেখে খুবই কষ্ট পাই ,আমি আগেও সতর্ক করেছি যাতে না মারে কিন্তু আমার কথা বাবা রাখেননি , পরে বিড়ালটা কোনো মতো দৌড়ে চলে যায়
আমি কষ্ট পেয়ে অভিমানে ওখান থেকে প্রস্থান করে নিজের ঘরে চলে আসি
আমি ভাবছি তারা দুজনে এরূপ কাজের জন্য কি গুনাহগার আর আমি কি ভাবে দুআ করে আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইবো?