আস সালামু আলাইকুম
নারীরা অলঙ্কার ব্যবহার করে।তাদের এজন্য নাক ও কান ফোড়াতে হয়।বিশেষ করে কোন মেয়ে যদি নাক ফোড়ানো না থাকে বিয়ের আগের দিন হলেও নাক ফোড়ায়।অনেকে হয়ত একে বিবাহিতার প্রতিক বা স্বামীর জন্য ব্যবহার করে।মূল কথা বিবাহতা নারীর নাক ফুড়িয়ে নাক ফুল ব্যবহার করা বাধ্যতামূলক দেখেছি।বিয়ের জন্য নারীর যে জিনিস পত্র বর পক্ষ থেকে দেয়া হয়,সবাই আগে দেখে নাক ফুল দেয়া হল কিনা।এব্যাপারে জানতে চাচ্চি।
১।বিবাহিতার নাক ফুল বাধ্যতামূলক কিনা?
২।অনেক নারী স্বামীর মারা যাবার পর ই দ্রুত নাক ফুল খুলে ফেলে,এটা সঠিক কিনা?