আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
পিরিয়ড হওয়ার ৬ দিন পর্যন্ত ঠিক ভাবেই ব্লাড যায়! ৭ম দিন সারাদিনে কোনো ব্লাড যায় না কিন্তু সামান্য লাল স্রাবের মতো হয়! আর ৮ম দিনে লালস্রাবের মতোও কিছু হয় না, তবে সামান্য সাদাস্রাবের মতো থাকে যা কিছুটা হলুদ! আর এই ৮ম দিনে হলদে সাদাস্রাব তা বাইরে বেরিয়ে আসে না, টিস্যু পেপার দিয়ে লজ্জাস্থানের কিছুটা ভিতরে প্রেস করে দেখতে হয়! দেখা যায় ২/১ বেলা কিছুই নেই টিস্যু দিয়ে চেক করলেও, আবার ২/১ বেলা পর টিস্যু দিয়ে চেক করতে গেলে সামান্য টিস্যুতে দেখা যায় যা খুবই সামান্য!
তাছাড়া ৭ম ও ৮ম দিন প্যাড জাতীয় কিছু পড়ার দরকারও হয় না! সালোয়ারে কিছু লাগে না, মানে বাইরে বেরিয়ে আসে না! একদম ভিতরের দিকে থাকে যা টিস্যু দিয়ে দেখতে হয়! আর ৭ম দিনে সকালে টিস্যু দিয়ে চেক করে দেখি সাদাস্রাবের পানির মতো, টিস্যুও সাদা ভেজা, অথচ দুপুরে চেক করে দেখি সাদাস্রাব লাল বর্নের বা মেটে, আবার বিকেলেও এমন সাদাস্রাবের পানির মতো, রাতে মেটে রঙের! এরকম হওয়ায় ৮ম দিনের সাদাস্রাব যে কিছুটা হলদে ভাব থাকে তা কি ঋতুস্রাব ভালো হয়েছে ভেবে নিবো নাকি ভালো হয় নি ভাববো কনফিউজড থাকি! ৮ম দিনে বাইরে কিছু বেরিয়েও আসে না, টিস্যু দিয়ে চেক করলেও কখনো কখনো শুকনো টিস্যু বের হয়, কখনো সাদাস্রাবের মতো বের হয়, আবার দুপুরের দিকে সাদাস্রাব কিছু হলদে ভাব থাকে! এজন্য ৮ম দিনেও পবিত্র হই না আর নামাজও পড়ি না! আর এরকম চলতে থাকে বিধায় ৮ম দিনে কখন যে ভালো হয় বুঝতে পারি না অপেক্ষা করতে করতে! ৯ম দিনে যেয়ে দুপুরে ফরজ গোসল করি প্রতিবার!
পিরিয়ডের মেয়াদ ১০ দিন সর্বোচ্চ জানি! এ সম্পর্কিত মাসায়ালাগুলোও জেনেছি আলহামদুলিল্লাহ! কিন্তু আমার এই সমস্যার সমাধান কি বুঝতে পারছি না তাই বিস্তারিত বললাম যেন বুঝতে পারেন!
দয়া করে বলবেন আমি যে ৮ম দিন সম্পুর্ন সারাদিন অপেক্ষা করে ৯ম দিন ফরজ গোসল করি এতে কি গুনাহগার হবো?? হাদিসে আছে পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে পবিত্র হওয়ার জন্য, কিন্তু কখন যে পবিত্র হই তা নিয়েই কনফিউজড থাকি!
জাযাকাল্লাহ খইরন!