আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
228 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (28 points)
আমি আমার হবু স্ত্রী কে বিয়ের আগে বলেছি যে, তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তালাক হয়ে যাবে।[কিন্তু মনে মনে নিয়ত এ ছিলো যে বিয়ের পর তালাক বা বিয়ে হলে তালাক]

1.এখন আমার প্রশ্ন হচ্ছে মনে মনে নিয়ত থাকার কারণে কি শর্ত পরে গেলো? নাকি মুখে নিসবত করে বলিনি দেখে শর্ত পতিত হয়নি?

বিস্তারিত বলবেন।

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/33400 নং ফাতাওয়ায় বলেছি যে,

(১)"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ের পর তালাক হয়ে যাবে"।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা শুধুমাত্র বিয়ের আগের নাচই ধর্তব্য হবে।তথা বিয়ের আগে নাচলে বিয়ের পর তালাক হবে।তবে বিয়ের পর নাচলে তালাক হবে না।

(২)তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে তালাক হয়ে যাবে।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা পূর্বের মতই বিয়ের পূর্বের নাচ শর্ত হিসেবে ধর্তব্য হবে। সুতরাং বিয়ের পর নাচলে তালাক হবে না।

(৩)"তুমি যদি কোনো ছেলের সাথে নাচো তাহলে তোমার সাথে বিয়ে হলে বিয়ের পর তালাক হয়ে যাবে।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উক্ত কথা দ্বারা বিয়ের পূর্বের শর্তই সাধারণত বুঝায়, তবে বিয়ের পরের নাচকেও উক্ত বাক্য শামিল রাখে।

সুপ্রিয় প্রশ্ন কারী দ্বীনি ভাই/বোন!
আপনার বক্তব্যর বিত্তিতে আমরা পূর্বে বলেছিলাম যে, বিয়ের পূর্বের নাচকেই ধর্তব্য করা হবে।
আপনার বর্তমান উল্লেখিত বিবরণের বিত্তিতে আমরা বলবো যে, আপনার বক্তব্য তালাকে কেনায়ার অন্তর্ভুক্ত। সুতরাং আপনার নিয়ত কি ছিল? সেটাই লক্ষণীয়।
আপনার নিয়তে যদি বিয়ের পূর্বের ও পরের নাচ থাকে, তাহলে বিয়ের পূর্বের ও পরের নাচই ধর্তব্য হবে।এবং বিয়ের পূর্বে বা পরে যে সময়ই নাচা হবে, তালাক পতিত হয়ে যাবে।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি সম্ভবত এই বিষয় নিয়ে অনেকবার প্রশ্ন করেছেন। আপনাকে অনুরুধ করবো, এ বিষয় নিয়ে আর চিন্তা করবেন না। শয়তান আপনার মনে বারংবার ওয়াসওয়াসা দিচ্ছে, সুতরাং আপনি অজু করে দু' রাকাত নামায পড়ুন।এবং আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চান।অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন।

যদি তুমি এখন নাচো তাহলে বিয়ের পর তালাক। একথা দ্বারা তালাক হবে না।কেননা বিয়ের পূর্বে স্ত্রীর কাজের উপর তালাক কে সম্পর্কযুক্ত করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...