ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/7998 নং ফাতাওয়ায় বলেছি যে,
কুড়িয়ে পাওয়া সম্পদকে আরবিতে 'লোকতা' বা 'লোকাতা' বলে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, 'তোমাদের কেউ যখন কোনো কুড়িয়ে পাওয়া বস্তু কুড়িয়ে নেয় সে যেন তার ওপর দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী রাখে, তারপর সে যেন তা গোপন না করে, পরিবর্তন-পরিবর্ধন না করে, তারপর যদি তার মালিক আসে, তবে সে সেটার অধিকারী, আর যদি না আসে, তবে সেটা আল্লাহর সম্পদ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন।' (ইবনে হিব্বান : ৪৮৯৪)।
অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, 'যে কেউ কোনো পথহারা প্রাণীকে আশ্রয় দেবে, সে নিজেই ভ্রষ্ট লোক বলে বিবেচিত হবে, যতক্ষণ না সে তা প্রচার করে দেয়।' (মুসলিম : ১৭২৫)।
(১)
টাকা হারানো গেলে সম্ভাব্য সকল স্থানে প্রথমে খুজতে হবে।
পাওয়া না গেলে ইন্নালিল্লাহ বলে সামর্থ্য থাকলে উক্ত চুরকে সামর্থ্য অনুযায়ী সদকাহ করতে হবে।
(২)
যদি আপনার মা সদকাহর নিয়ত করে থাকেন, তাহলে সদকাহ হয়ে যাবে।
(৩)
যেহেতু আপনি নিয়ত করেছিলেন যে, আপনি আংটি না পেলে যে ব্যক্তিই আংটিটি পাবে,তাকে সদকাহ করে দেবেন। তাই যেহেতু কাজের মেয়ে আংটিটি পেয়েছে, তাই তাকে সদকাহ করে দেয়া আপনার উপর ওয়াজিব। সদকাহ না করলে আপনার গোনাহ হবে।হ্যা এ সুযোগ আপনার থাকবে যে, আপনি যদি চান,তাহলে পরবর্তীতেও সদকাহ করে দিতে পারবেন।