আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
শায়েখ, যেমনটা আমি আগে বলেছিলাম আমার চাচারা মুদারাবা খান অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে যে লভাংশ আসে শরিয়াভিত্তিক ভাবে সেটা খান। আপনারা বলেছেন যে, ওই লভাংশ থেকে আমাকে কিছু দিলে আমার জন্য সেটা নেওয়া নাজায়েজ হবে।
আলহামদুলিল্লাহ, আমি তা গ্রহণ করেছি। কিন্তু এখন অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। আমি আমার চাচার বাসায় না যাওয়ার জন্য সন্দেহ করা হচ্ছে। এখন আমার প্রশ্ন আমি যদি লভাংশ না খাই এবং এতে ফিতনা সৃষ্টি হয় চাচা কোন ভাবে জানতে পারেন। শুনে কষ্ট পান তাহলে আমার কি গুনাহ হবে? আমার বাবা এই কথা বলছেন যে, চাচাকে কষ্ট না দিতে খেয়ে নিতে। আমার বাবা একজন আলিম। এখন আমি যদি ওনার কথা না শুনি উনি কষ্ট পান তাহলে আমার গুনাহ হবে?
শায়েখ আমি খুবই চিন্তিত এই বিষয়ে। আমার কি করা উচিত? আমি আবার এটাও চাই যে কোন ভাবে যেন আমি আল্লাহকে কষ্ট না দিতে। আর আমি তো ত্বলীবুল ইলম আমাকে তো সব বিষয়ে তাকওয়া অবলম্বন করতে হবে। সমাধান চাই..জাযাকুমুল্লাহু খাইরান
[শায়েখ, আমি জানতে পেরেছি যে আমার চাচার যখন বলছিলেন তিনি মুদারাবা খান। তখন এটা বলেছেন তিনি যা লভাংশ পান তা দিয়ে বাসার কাজ করান। এটা বলেন নাই যে উনি খাবারও বা অন্য জিনিস এই লভাংশ থেকে কিনেন।] আমি আমার ভাই কেউই ওই সময় উপস্থিত ছিলাম না যে সময় তিনি লভাংশের কথা বলেন। আমার ভাই আমাদের চাচাত ভাইয়ের কাছ থেকেই জানতে পেরেছে। মনে হচ্ছিল এই বিষয়টা আপনাদের জানানো উচিত।