আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মুহতারাম,
বিয়ের জন্য কোনো প্রস্তাবে পাত্রীর মা বাবা যদি শুধুমাত্র পাত্র পক্ষের দুনিয়াবি বিষয়কে প্রাধান্য দেন,পাত্রের দ্বীনদারিতা কে প্রাধান্য না দেন,ওয়াক্ত নামাজ পড়াকেই দ্বীনদারিতা মনে করেন।
পাত্রীর নিয়ত সব সময় একজন উত্তম মুসলিমকে নিজের জীবন সঙ্গী করে পাওয়ার অর্থাৎ একজন প্র্যাকটিসিং মুসলমান, যার কাছে দ্বীন পালন, দ্বীনের খিদমত গুরুত্বপূর্ণ।
১.এমন পরিস্থিতে পাত্রীর কি করা উচিত? মা বাবা যদি বুঝতে না চান?
২.সে কি মা বাবার কথা মেনে নিয়ে বিয়েতে সম্মতি না দেয় তবে কি মা বাবার সাথে অবাধ্যতা হবে?
৩.একজন দ্বীন পালনে সচেষ্ট মুসলিমাহ হয়ে দ্বীনের ব্যাপারে সচেতন না,দ্বীনের মৌলিক ইলমে শিক্ষিত না এমন পাত্র কে বিয়ে করা কতটা সমীচীন?
কারণ এ অবস্থায় মানসিক প্রশান্তি অনুভূত হয় না।দ্বীন পালনে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে এ চিন্তা আসে।দ্বীন সম্পর্কে সঠিক,আন্তরিক বুঝ সম্পন্ন না এমন মানুষের সাথে জীবনের বাকি অংশ যাপন করা তো কঠিন হতে পারে আল্লাহ চাইলে।
৪.মা বাবার কথা না মেনে অন্য কোনো পন্থা কি অবলম্বন করা যায় এক্ষেত্রে?