আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
২০১৯ সালের জানুয়ারীর ১৪ তারিখে আমাদের কলেজের প্রথম ক্লাস শুরু হয়। সেই হিসেবে ওইদিন টাকে ব্যাচ ডে হিসেবে পালন করা হয়। এবছরও ১৪ তারিখে ব্যাচ ডে পালন করা হবে। এখানে কিছু খাবারের আয়োজন করা হবে, টিচাররাও থাকবে, ছেলে মেয়ে একসাথে ফ্রীমিক্সিং পরিবেশ থাকবে, অনেক বেপর্দা মেয়ে থাকবে, কেক কাটা হবে, গান থাকবে কিনা আমি এখনো শিওর জানিনা, ফটোসেশন হবে আলাদা করে। যেহেতু ফ্রীমিক্সিং পরিবেশ, অযথা ছবি তোলা, কেক কাটা হবে, তাই এখানে যাওয়া, এসব খাবার খাওয়া, কোনো কাজে হেল্প করা বা এই অনুষ্ঠানের জন্য টাকা দেয়া কতোটুকু জায়েজ হবে?