আজকাল শহরাঞ্চলের বিভিন্ন রেস্টুরেন্টে ব্যুফে অফার বেশ জনপ্রিয়, যেখানে সকলের জন্য সমান দামে নির্দিষ্ট সময়ের মধ্যে যত ইচ্ছা খাবার খাওয়ার সুযোগ থাকে । এসব অফারে সবাই যে সমান পরিমাণ খাবার খায় বা খেতে পারে তা নয়, কিন্তু খরচ সকলের জন্যই সমান। আবার কেউ যদি খরচ অনুযায়ী যথেষ্ট খেতে না পারে, তখন যে সাথে কিছু খাবার নিয়ে বের হয়ে যেতে পারবে এমন সুজোগও থাকেনা। ছোট শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্য একই পরিমাণ টাকা দিতে হবে, সে দশ টাকার খাবার খেলেও অথবা হাজার টাকার খাবার খেলেও।
এই ব্যপারটা কি ইনসাফ এর দৃষ্টিতে হালাল বলা যায়?