১৷ প্রায় ২ সপ্তাহ আগে নাপাক হয়ে গেছিলাম৷ বিছানা থেকে নামবার পরে এক-দুই ফোটা বীর্য ফ্লোরে পড়ে৷ যে স্থানে নাপাক পড়েছে, সেটা আমার খাটের পায়ের দিকে দেয়াল ঘেঁষা অংশের ফ্লোরে৷ মানে যে অংশে কেউ যায় না, বা পা দেয় না৷ আমাদের ফ্লোরে টাইলস নেই, তাই আশা করা যায়, কিছু পড়লে তা শুকিয়ে যাবার কথা৷ ওদিকে যাওয়া হয় না, তাই আর আলাদা পরিস্কার করি নি৷
আমাদের কাজের মহিলার মাজায় ব্যাথা থাকায় উনি দাড়িয়ে ঘর মোছেন, লম্বা লাঠিওয়ালা যে ক্লিনার পাওয়া যায় সেটা দিয়ে৷ আজ সকালে দেখি, ওই মোছার জিনিসটা লম্বা হওয়ায় উনি ওটা দিয়ে ফ্লোরের ওই অংশ মুছে নিছেন৷ এরপর সারা ঘর মুছেছেন৷ নাপাক পড়ার দিনের পর আজ অব্ধি উনি ৪-৫ দিন ঘর মুছেছেন৷ আগে ওখানে মুছেছেন কিনা জানা নেই৷ এখন কথা হচ্ছে, সারা বাড়ির মেঝে কি নাপাক হয়ে যাবে?
আমার জানা মতে, টাইলসবিহীন ফ্লোর শুকিয়ে গেলেই পবিত্র হয়ে যায়৷ এতদিন তাই, নাপাকজনিত কোন গন্ধও নেই৷ আমি নাপাক নিয়ে খুব চিন্তায় থাকি। এখন কি ঘরের মেঝে পবিত্র ধরবো, না ভেজা পা দিয়ে হাটলেই আবার নাপাক এসে যাবে?