আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
শাইখ,আপনার কাছে আমার দুইটা প্রশ্ন
১.সব মানুষদের সাথে কি শয়তান একটা ই থাকে?
২.শাইখ,আমি দশম শ্রেণির ছাত্রী। আমি ফ্রি মিক্সিং পরিবেশে প্রাইভেট পড়ি।তো প্রাইভেটে স্যারের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া লাগে,(স্যার নির্দিষ্ট করে আমাকে জিজ্ঞাদ না করলে ও,প্রথম সারির হওয়ার দেওয়া লাগে) স্যারের সাথে সাথে পড়া আওড়াতে হয়।আর তাছাড়া স্যারের প্রশ্নের উত্তর দেওয়া তে ও অনেক পড়া আয়োত্তে চলে আসে।শাইখ,আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই পড়া শুনা করছি। আমার একটা লক্ষ্য রয়েছে।এমতাবস্থায় কি আমার জন্য এটা জায়েজ হবে?(যদি আমি কথায় কমলতা পরিহার করি)