বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শরীয়তের বিধান হলো অন্যের লেখা লেখক/প্রকাশকের অনুমতি সাপেক্ষে নিজ বইয়ে যুক্ত করা যাবে।
যদি অনুমতি না নেওয়া হয়,তাহলে অবশ্যই লেখাটিতে মূল লেখকের নাম যুক্ত করতে হবে।
কাহারো লেখা বিনা অনুমতিতে কপি করার পর লেখাটিতে তার নাম যুক্ত না করে দিলে,এটা নাজায়েজ হবে।
এটি ধোকার অন্তর্ভুক্ত হবে।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
এক্ষেত্রে কোনো বইয়ের সাহায্য নিয়ে সংজ্ঞা লেখার পর উদ্ধৃতি উল্লেখ করতে হবে।
অন্য লেখকের বই থেকে বোর্ড প্রশ্নগুলো নেওয়া যাবে।
(০২)
অন্যান্য লেখকদের বই থেকে ধারনা করে বই লেখা যাবে।
তবে লেখার ক্ষেত্রে যেনো মিল না হয়,সেদিকে খেয়াল রাখতে হবে।
(০৩)
লেখক/প্রকাশকের অনুমতি নিতে হবে।
নতুবা জায়েজ হবেনা।
,
(০৪)
উক্ত বইগুলোর রেফারেন্স যুক্ত করে দিতে হবে।
তথা প্রত্যেক লেখার শেষে সেই যেই বই গুলো থেকে সাহায্য নেওয়া হয়েছে,সেগুলোর নাম যুক্ত করে দিতে হবে।