আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
169 views
in সালাত(Prayer) by (24 points)
edited by
আসসালমুআলাইকুম
আমার প্রশ্ন গুলো হলো:

1) একজন বলেছিলেন যে চার রাকাত সুন্নত নামাজে একের অধিক নিয়ত করা যায়।

তাহলে কি আমি যূহর এর ফরজ শেষ করে যুহর এর প্রথম 4 রাকাত সুন্নতের , শেষ 2 রাকাত সুন্নত এর নিয়ত একবারে করে 4 রাকাত নামাজ আদায় করতে  পারবো?????

আবার দিন শেষে দেখা গেলো আমার হয়তো কিছু সুন্নতের নামাজ বাকি আছে( 4 রাকাত, 2 রাকাত উভয়েই) আমি কি তাইলে এক নামাজেই সব সুন্নতের নিয়ত করতে পারবো? 2 রাকাত বা চার রাকাত যে ভিন্ন আছে টা কি এক নামাজেই আদায় করতে পারবো?????

2।আমাদের বাসায় অনেক মশা, এখন এত মশা যে ব্যাট ছাড়া মশা না মারতে পারলে ওই রুমে থাকাই যায় না।এখন এই পরিস্থিতিতে কি মশার ব্যাট দিয়ে মশা মারা যাবে??

3।কি কি করলে শিরিক হয় এ সম্পর্কিত কোনো বই সাজেস্ট করুন।


4। মসজিদে যাওয়ার সময় অনিচ্ছাকৃত ভাবে নারীদের দিকে নজর দিলে কি ওজু ভেঙে যাবে???
ইচ্ছাকৃত ভাবে তাকালেও কি ওজু ভাঙবে???


5। নখ দাত দিয়ে কাটলে কি ওজু ভাঙবে?? আবার বীর্যপাত না হলেও কিন্তু পুরুষাঙ্গ দিয়ে কাম রস প্যান্ট এ লাগলে কি ওজু ভেঙে যাবে? ফরজ গোসল ফরজ হয়ে যায়????

1 Answer

0 votes
by (559,290 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
শরীয়তের বিধান হলো এক নফল নামাজে একাধিক নফলের নিয়ত করার দ্বারা সমস্ত নামাজই আদায় হয়ে যায়।
অবশ্য ঐ নফল যদি কোনো ওয়াক্ত বা কাজের সাথে সম্পৃক্ত থাকে,
তাহলে সেটা আদায়ের জন্য উক্ত ওয়াক্ত বা কাজ পাওয়া যাওয়া জরুরি। 
যেমন ইশরাক নামাজের জন্য উক্ত ওয়াক্তেই হতে হবে।
তাহিয়্যাতুল মসজিদের জন্য মসজিদে প্রবেশের পর বসার পূর্বেই আদায় করতে হবে।
(নাজমুল ফাতওয়া ২/২৬৮)

হাদীস শরীফে এসেছেঃ  

الصحیح للبخاری(۲/۱): …… علقمۃ ابن وقاص اللیثی یقول سمعت عمر بن الخطاب رضی اللہ تعالیٰ عنہ علی المنبر یقول سمعت رسول اﷲ ﷺ یقول انما الاعمال بالنیات وانما لامریٔ مانوی۔

‘উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিয়্যাতের উপরই কাজের ফলাফল নির্ভরশীল। মানুষ তার নিয়্যাত অনুযায়ী ফল পাবে।

(বুখারী ১, মুসলিম ১৯০৭, তিরমিযী ১৬৩৭, নাসায়ী ৭৫, আবূ দাঊদ ২২০১, ইবনু মাজাহ্ ৪২২৭, আহমাদ ১৬৯, ৩০২।)

আরো জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
সুন্নাত নামাজে একাধিক সুন্নাতের নিয়ত করা যাবেনা।
তবে সুন্নাত নামাজ দিয়ে তাহিয়্যাতুল অযু,তাহিয়্যাতুল মসজিদের নিয়ত করা যায়।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আলাদা আলাদা ভাবেই আপনাকে উক্ত সুন্নাত নামাজ গুলি আদায় করতে হবে।
এক সুন্নাত নামাজের ভিতর আরেক সুন্নাত নামাজের নিয়ত করা যাবেনা।

(০২)
আপনি মশারি/মশার কয়েল ব্যবহার করতে পারেন। 

ইলেকট্রনিক ব্যাট দিয়ে মশা মারার বিধান জানুনঃ
 
(০৩)
"আহকামে জিন্দেগী" 
"ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ"
 "কিতাবুল ঈমান" 
বই গুলি পড়তে পারেন।

(০৪)
না,এতে অযু ভেঙ্গে যাবেনা।
,
(০৫)
নখ দাত দিয়ে কাটলে ওযু ভেঙ্গে যাবেনা। 
পুরুষাঙ্গ দিয়ে কাম রস বের হলে অযু ভেঙ্গে যাবে।
উত্তেজনার সাথে বীর্যপাত না হলে গোসল ফরজ হবেনা।
তবে স্ত্রীলিঙ্গে পুরুষ এর লিঙ্গ প্রবেশ করালে বীর্যপাত না হলেও গোসল ফরজ হয়ে যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (24 points)
আসসালমুআলাইকুম।আমরা জানি যে পুজ বের হলে ওজু ভেঙে যায়। তাহলে মুখে যে গোটা বা ব্রণ উঠে টা যদি গালিয়ে বিচি বের করি তাহলে কি ওজু ভেঙে যাবে?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 114 views
...