দারাজে ১১ বা ১২ টাকায় মিস্ট্রিবক্স পাওয়া যায়, এ বক্সের ভেতর কি আছে ক্রেতা জানেনা, মানে ক্রেতা সেই মিস্ট্রিবক্স কিনবে এবং সেখানে অজানা পণ্য পাবে। কেউ কম দামী জিনিস পায় কেউ বেশী। তবে বক্সের ভেতর কিছু না কিছু থাকবেই। আমার প্রশ্ন হলো এটা কি জায়েজ? যদি জায়েজ না হয় এটা কি জুয়ার অন্তর্ভুক্ত হবে? বিস্তারিত জানতে চাচ্ছি