আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
870 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম,
হুজুর আমার সাথে নিম্নোক্ত কয়েকটি ঘটনা ঘটে,যার জন্য সন্দেহ হয় আমার সাথে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হলোনা তো।খুব ভয় হচ্ছে। হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়েছে কিনা দয়া করে সমাধান দিয়েন হুজুর।
ঘটনাগুলো উল্লেখ করলামঃ
# ঘটনা-১
 আমার স্ত্রী তার নিজেদের বাড়িতে ছিলো। বিয়ের প্রায় মাস খানেক পর,আমার পরিবার থেকে আমার স্ত্রীকে আনতে চাইলে, আমার স্ত্রী একা আসতে চায়না। যেহেতু আমার স্ত্রী একা আসতে চায়না। আমি বাড়িতে ছিলাম, আমি রেগে যাই একা আসতে না চাওয়ায়,রেগে গিয়ে আমার বোনের সাথে ফোনে কথা হয় এরকম-
(ক) একা আসতে চায়না তো,আমার শ্বাশুড়ী ২টা আসবে? [ মানে সেখানে আমার মামী শ্বাশুড়িও ছিলেন, আমার স্ত্রীর মাও ছিলেন মানে আমার নিজের শ্বাশুড়িও ছিলেন ]
(খ)আমার বউ আসবেনা তো, আমার শ্বাশুড়ী ২টা কি আমার সাথে সংসার করবে, যে শ্বাশুড়ীরা আসবে?
(গ)এরকম অনেক কথা হয় যেগুলার অর্থ দাড়ায়- বউ না আসলে কি শ্বাশুড়িরা আসবে,তাহলে শ্বাশুড়িদের নিয়ে আয়।[ এইসব মন থেকে বলিনি রাগ করে বলেছি ] কথাগুলো রাগের মাথায় ছিলো বউ একা আসতে না চাওয়ার কারনে।
রেগে গিয়ে এরকম কথাবার্তায় কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়?

# ঘটনা -২
আমার স্ত্রী ফোনে তেমন কথা বলতো না,তেমন খোঁজ নিত না। বলে বলে ফোনে কথা বলাইতে হইতো।
সমস্যা জানতে চাইলে সে কিছু কিছু জবাব দেয় এভাবে-তার ফোনের সমস্যা,তার কাছে মাঝে মাঝে ফোন থাকেনা,যেহেতু সেটা পারিবারিক ফোন,ব্যক্তিগত নয়।
আমি একদিন বলি যে,যেহেতু ফোন থাকেনা বা ফোনে সমস্যা,তাহলে তুমি একটা ফোন কিনে নাও।
প্রশ্ন করি- বাড়িতে কি ফোন কেনার টাকা আছে?-সে বলে টাকা নাই।
তখন বলি তাহলে আমি একটা ফোন দিচ্ছি তোমাকে,সে বলে ফোন লাগবেনা।
[ফোন কেনার টাকাও নাই,ফোন দিতে চাইলে বলে লাগবেনা।]
আমি রাগ করে বলি,তাহলে আমার খোঁজ কি আমার শ্বাশুড়ী নিবে? মানে ব্যপারটা এরকম যে,তাহলে কি আমার শ্বাশুড়ি আমার সাথে কথা বলবে?

এরকম কথাবার্তায় কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়?

# ঘটনা-৩
একদিন আমার শাশুড়ী আমার হাত টা ধরে বলে- উনার মেয়েকে যেনো বুঝি,ছোট মেয়ে, উনার মেয়ের ভুলত্রুটি হতে পারে ইত্যাদি ইত্যাদি।সে সময় আমার শ্বশুর,আমার বউ,দাদী শাশুড়ী উপস্থিত ছিলেন।
আমি সান্ত্বনা দেওয়ার খাতিরে আমার শাশুড়ির মাথায় হাত বুলিয়ে দেই,এমন কিছু বুঝানোর চেষ্টা করি যে-এত টেনশন করবেন না,আপনার মেয়ে ভালো থাকবে।
আমার কোনো উত্তেজনা আসেনি,আমার শাশুড়ীর মনের অবস্থা কেমন ছিলো তা আমি জানিনা।
আমার শাশুড়ী আমার হাত ধরার কারনে কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে?

# ঘটনা-৪
ঘটনা- ৩ এর দিনে আমার শাশুড়ী চেয়ারে বসা ছিলেন,আমি দাড়িয়ে ছিলাম। আমার শাশুড়ী আমার হাতটা ধরতে যাওয়ায়, আচমকা আমার শ্বাশুড়ীর হাতটা আমার লিঙ্গে স্পর্শ হয়,যেহেতু আমি দাড়িয়ে ছিলাম আর শ্বাশুড়ি বসে ছিলেন। হাত ধরতে চেয়ে আচমকা লিঙ্গে স্পর্শ হয়,স্পর্শের সময়কাল ১সেকেন্ডর ও কম সময় হতে পারে।আমার লিঙ্গে যে আমার শাশুড়ীর হাত আচমকা লেগে যায় সেটা আমার শাশুড়ি বুঝতে পেরেছে কিনা তা আমি জানিনা। আচমকা স্পর্শ লেগে যাওয়া যেটা বুঝি আমরা।
আমার পরনে পায়জামা-পাঞ্জাবি ছিলো,পায়জামা কিছুটা নরম ও পাতলা টাইপের।
যেহেতু আচমকা স্পর্শ লেগে যাওয়ার সময়কাল ১সেকেন্ড বা তারও কম। আমার কোনো উত্তেজনা আসেনি,আমার শাশুড়ীর মনের অবস্থা কেমন ছিলো তা আমি জানিনা।
এমন আচমকা স্পর্শ লেগে যাওয়ায় কি হুরমতে মুসাহারাহ সাবস্ত হয়?

#ঘটনা-৫
আমার শ্বশুরবাড়িতে রাগ করে আমি কিছু খেতে না চাইলে,আমার শাশুড়ী আমার হাত ধরে আমাকে খাওয়ার জন্য অনুরোধ করে ( হাত ধরার সময়কাল ৪/৫সেকেন্ডের মত অর্থাৎ ১০সেকেন্ডের কম।)
আমার কোনো উত্তেজনা আসেনি,আমার শাশুড়ীর মনের অবস্থা কেমন ছিলো তা আমি জানিনা।
তাহলে কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়?

#ঘটনা-৬
জানার খাতিরে প্রশ্ন-
(ক) শাশুরীকে নিয়ে যৌন উদ্দীপনামুলক কথাবার্তা বা মন্তব্য করলে কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়?
(খ) শাশুড়ির চলাফেরায় যদি কাপড়ের উপর শরীরের গঠন বুঝা যায়,কিন্তু কাপড় পাতলা নয়,উন্মুক্ত যৌনাঙ্গ বা কটিদেশ দেখা না যায়, তাহলে কি হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হয়?

(গ) মনে করি,জামাই শ্বাশুড়ীর কোনো ঘটনায় হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হলে,কাদের মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক চিরতরে হারাম হয়ে যায়?-জামাই-মেয়ের, শ্বশুর-শ্বাশুড়ীর?

নাকি জামাই-মেয়ে,শ্বশুর-শ্বাশুড়ী উভয়েরই?

দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে উপকৃত করুন।
আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করুন।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


হাদীস শরীফে এসেছে 

أخبرنا إسماعیل بن عیاض، حدثنا سعید بن أبی عروبة، من قیس بن سعید، عن مجاهد في الرجل یفجر بالمرأة قال: إذا نظر إلی فرجها فلا یحله له أمها ولا بنتها، أخرجه محمد في الحجج أیضًا ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۲

যার সারমর্ম হলো যদি কেহ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে সেই মহিলার মেয়ে বা তার মাকে সে কোনোদিন বিবাহ করতে পারবেনা।

ই'লাউস সুনান ১১/১৩১

أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)

যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।      

হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে।

শর্তগুলো হল,
১–

সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

যার সারমর্ম হলো যদি কাপড় পরিধান অবস্থায় হয় তাহলে যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। 
তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে।   

( যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে,যেটা শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবে। ) 

অন্যথায় হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।     

২–

স্পর্শ করলে পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।

পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।

وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،
وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى
وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)  
সারমর্মঃ
উত্তেজিত হওয়ার সীমা হলো লিঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
মহিলাদের ক্ষেত্রে কলব তথা অন্তর কেঁপে উঠা, আগে থেকেই কেঁপে উঠে থাকলে স্পর্শ করার পর কাঁপা বেড়ে যাওয়া। 

৩-
স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজিত হতে হবে। 
আগে বা পরে উত্তেজিত হলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।      

وفى الدر المختار- والعبرة للشهوة عند المس والنظر لا بعدهما
وفى رد المحتار- ( قوله : والعبرة إلخ ) قال في الفتح : وقوله : بشهوة في موضع الحال ، فيفيد اشتراط الشهوة حال المس ، فلو مس بغير شهوة ، ثم اشتهى عن ذلك المس لا تحرم عليه (رد المحتار-كتاب النكاح، فصل فى المحرمات-4/108)

যার সারমর্ম হলো স্পর্শ,দৃষ্টিপাত করার সময় উত্তেজিত হতে হবে। যদি স্পর্শ করার সময় কেউ উত্তেজিত না হয়, তাহলেও নিষিদ্ধতা প্রমাণিত হবে না। 

বিস্তারিত জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(১.২)
 কথাবার্তা বলার দ্বারা যেহেতু হুরমত সাব্যস্ত হয়না।তাই প্রশ্নে উল্লেখিত উভয় ছুরতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।

(০৩)
হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।        

(০৪)
প্রশ্নে উল্লেখিত ছুরতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।

(০৫)
প্রশ্নে উল্লেখিত ছুরতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবেনা।


(০৬)
ক, 
না এতে হুরমতে মুসাহারাত প্রমাণিত হয়না।

খ,   
এক্ষেত্রেও হুরমুতে মুসাহারাত প্রমাণিত হয়না।

গ,
এক্ষেত্রে জামাই আর মেয়ের মাঝে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।     
শশুর শাশুড়ীর বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবেনা।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

–1 vote
1 answer 381 views
...